বাংলাহান্ট ডেস্ক: দিল্লি বিস্ফোরণের (Delhi Blast) ঘটনায় আত্মঘাতী জঙ্গি উমর নবির বাড়ি গুঁড়িয়ে দিল নিরাপত্তা বাহিনী। জানা গেছে, শুক্রবার ভোররাতে পুলওয়ামার কৈল গ্রামে আইইডি বিস্ফোরণ ঘটিয়ে উমরের বাড়িটি ধ্বংস করে দেয় বাহিনী। তদন্তে সহযোগিতা ও এলাকাজুড়ে নাশকতার নেটওয়ার্ক ভাঙতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সূত্রের খবর। এর আগেই পেশায় চিকিৎসক উমর নবির পরিবারের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে জম্মু-কাশ্মীর পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। বাড়ি ধ্বংস হওয়ায় উত্তেজনা ছড়াল গোটা এলাকায়, সঙ্গে জারি রয়েছে টানা তল্লাশি অভিযান।
দিল্লি বিস্ফোরণে (Delhi Blast) আত্মঘাতী জঙ্গির বাড়ি ভাঙল নিরাপত্তা বাহিনী
দিল্লির (Delhi Blast) লালকেল্লার সামনে সোমবার যে গাড়িতে বিস্ফোরণ ঘটে, সেটির মালিকানা ছিল পুলওয়ামার বাসিন্দা উমর মহম্মদের নামে। বিস্ফোরণে যে দেহ উদ্ধার হয়, ডিএনএ পরীক্ষায় সেটি উমরেরই বলে শনাক্ত হয়েছে। আত্মঘাতী হামলায় উমর মারা গেছে বলেই নিশ্চিত করেছে তদন্তকারী সংস্থা। তবে বিস্ফোরণের পরিকল্পনা, প্রস্তুতি ও নাশকতার পুরো চক্রে উমরের কতটা ভূমিকা ছিল, তা এখনও খতিয়ে দেখা হচ্ছে। তার পরিবার–পরিজনকে জেরা করে ইতিমধ্যেই বেশ কিছু তথ্য হাতে পেয়েছে পুলিশ, দাবি সূত্রের।
আরও পড়ুন:সরকারি কর্মচারীদের খুলল কপাল! ৩ শতাংশ বাড়ল DA, হয়ে গেল বিরাট ঘোষণা
উমরের পরিবারের দাবি, বিস্ফোরণের (Delhi Blast) ঘটনায় তার নাম জড়িয়ে যাওয়ায় তারা সম্পূর্ণ ভেঙে পড়েছেন। উমরের বউদি জানান, “গত শুক্রবারই ওর সঙ্গে কথা হয়েছিল। বলল সামনে পরীক্ষা, তাই লাইব্রেরিতে পড়ছে। ও ছিল বইয়ের পোকা। বাড়িতে ফিরলেও পড়াশোনা ছাড়া আর কিছু ভাবত না। এমন একটি ছেলের নাম নাশকতায় জড়াতে শুনে আমরা স্তম্ভিত।” তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে দারিদ্র্যের সঙ্গে লড়াই করছিল পরিবার। মা কঠোর পরিশ্রম করে সংসার সামলাতেন, আর উমর ছিল পরিবারের ভবিষ্যতের একমাত্র আশা। তার মৃত্যুর পাশাপাশি সন্ত্রাসে জড়িয়ে পড়ার অভিযোগ গোটা পরিবারকে আতঙ্কিত করে তুলেছে।
তবে শুধু উমর নয়, কাশ্মীর জুড়ে নাশকতার চক্রে বেশ কয়েকজন চিকিৎসকের নাম উঠে আসছে। দিল্লি বিস্ফোরণের (Delhi Blast) পর গত চার দিনে অন্তত আটজন চিকিৎসককে গ্রেপ্তার করেছে জম্মু-কাশ্মীর পুলিশ। অভিযোগ, তারা সক্রিয়ভাবে নাশকতা ছড়ানো, পরিকল্পনা ও লজিস্টিক সহায়তা দেওয়ার সঙ্গে যুক্ত। আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের কয়েকজন চিকিৎসকও এই নাশকতা মডিউলের সঙ্গে জড়িত বলে জানা গেছে। পুলিশ এ চক্রকে ‘হোয়াইট কলার টেরর ইকোসিস্টেম’ হিসেবে চিহ্নিত করেছে।

আরও পড়ুন:টাটকা রাখতে গিয়ে উল্টে ক্ষতি! ফ্রিজের ঠান্ডায় নষ্ট হয় রান্নার এই উপকরণ গুলো…
নিরাপত্তা বাহিনী জানিয়েছে, অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে প্রশিক্ষিত উচ্চশিক্ষিত যুবকদের এই নাশকতা চক্রে যুক্ত করা হচ্ছে। ফলে তদন্ত আরও জটিল হচ্ছে। উপত্যকা জুড়ে এখনো তল্লাশি চলমান। সম্ভাব্য সব আশ্রয়স্থল, অফিস, ক্লিনিকসহ বিভিন্ন জায়গায় নজরদারি বাড়ানো হয়েছে। দিল্লি বিস্ফোরণের (Delhi Blast) মূল চক্র ভাঙতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এবং জম্মু-কাশ্মীর পুলিশের যৌথ অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।












