ডিজিটাল ভিখারি! গলায় QR কোড ঝুলিয়ে ট্রেনে ভিক্ষাবৃত্তি যুবকের, ভাইরাল ভিডিও দেখে ‘থ” সবাই

   

বাংলা হান্ট ডেস্ক: ভিড়‌ বাস বা ট্রেনে গান গেয়ে ভিক্ষা (Beggar) করছেন কোন বৃদ্ধ বা বৃদ্ধা। হাতে একটা বাটি বা থালা। এরকম ছবি আমরা আকছার দেখে থাকি। ভিড়ের মধ্যে কেউ বা হাত বাড়িয়ে কয়েকটা কয়েন ফেলে দেন সেই বাটি বা থালাতে। কপাল ভালো থাকলে দু দশটা নোট-ও পেয়ে যায় তারা। আবার কেউ কেউ থাকে গান শুনলেও টাকা দিতে রাজি নয়। খুচরো নেই বলে পাশ কাটিয়ে চলে যায় তারা। এবার তাদের জন্যই মডার্ন সলিউশন নিয়ে এল এক ভিক্ষুক।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে একটি ভিডিও। কারণ উত্তর প্রদেশের এক যুবক আর পাঁচজনের মতো ভিক্ষে চাইছেন না। পকেটে খুচরো টাকা-পয়সা না থাকলেও তাকে দেওয়া যাবে ভিক্ষে। কারণ কিউআর কোড (QR Code) নিয়েই ট্রেনে ভিক্ষে করছেন ওই ‘ডিজিটাল ভিখারি’ (Digital Beggar)। এই বারকোডের সৌজন্যে এখন তার দিন গুজরানও ভালো হচ্ছে।

এমনিও গোটা ভারত এখন ডিজিটাল লেনদেনে অভ্যস্ত হয়ে পড়েছে। পাড়ার মুদি দোকান থেকে শুরু করে মোড়ের তেলেভাজার দোকান, সবজায়গাতেই এক ক্লিকেই চলে যায় টাকা। এখন ফুটপাতের দোকানেও রমরমিয়ে চলছে ডিজিটাল লেনদেন। তাহলে ভিক্ষাবৃত্তিতেই বা ডিজিটাল মাধ্যম বাদ যাবে কেন! বিষয়টা বুঝতে পেরেই তৎক্ষণাৎ কাজে লাগিয়েছেন এই ভিক্ষুক।

মুম্বাইয়ের লোকাল ট্রেনে গলায় কিউয়ার কোড ঝুলিয়ে ভিক্ষা করছেন ঐ ডিজিটাল ভিখারি। ১ টাকা হোক কী ১০০০ টাকা, আপনি যত চাইবেন এবার থেকে সেটাই দিতে পারবেন। না বলার কোন উপায় নেই। এক কথায় বলা যায় এটা একটা মডার্ন সলিউশন। এমন অভিনব পন্থায় ভিক্ষাবৃত্তি দেখে অবাক হয়েছেন ওই ট্রেনের যাত্রীরাও।

https://twitter.com/jaggirm/status/1672978792644759554?s=20

আর এই পুরো বিষয়টি ক্যামেরাবন্দি করেছেন ওই ট্রেনের এক যাত্রী। ভিডিওটি পোস্ট হয়েছে একটি টুইটার অ্যাকাউন্ট থেকে। তারপর থেকেই ঝড়ের বেগে শেয়ার হচ্ছে ভিডিওটি। টুইটারে এই ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, ‘একজন ভিক্ষুক তার সঙ্গে অনলাইন পেমেন্ট স্টিকার রেখেছেন। তাই আপনাকে আর খুচরো না থাকার অজুহাত নিয়ে ভাবতে হবে না। সম্পূর্ণ ক্যাসলেস সুবিধা।’ কমেন্ট বক্সে একজন লিখেছেন, ‘ডিজিটাল ভারতের স্বপ্ন সার্থক।’

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর