এক মাস্কেই কুপোকাত! শিবসেনা নেতার মাস্ক পরা দেখে হাসির রোল নেটদুনিয়ায়

বাংলা হান্ট ডেস্ক: নেটমাধ্যমে মজাদার কিছু আসা মানেই তা ঝড়ের গতিতে ভাইরাল হবেই হবে। এবার সেই রেশ বজায় রেখেই ভাইরাল হয়ে গেল এক শিবসেনা নেতার ভিডিও। সাধারণ একটি মাস্ক পরতে গিয়েই যে তাঁর ভিডিও নেটমাধ্যম মাতিয়ে দেবে তা নিশ্চয়ই ভাবতে পারেননি তিনি। তবে, সোশ্যাল মিডিয়ার দৌলতে এই ভিডিও বর্তমানে “সুপারহিট” হয়ে উঠেছে।

প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৯ সালের শেষ থেকেই সমগ্র বিশ্বে হানা দেয় অদৃশ্য মারণ ভাইরাস করোনা। যার জেরে রীতিমতো স্তব্ধ হয়ে যায় সবকিছু। এমনকি, পরিস্থিতি সামাল দিতে মাসের পর মাস চলে লকডাউনও। ইতিমধ্যেই বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারিয়েছেন এই ভাইরাসে। স্বাভাবিকভাবেই, এখনও তার রেশ চলছে।

তবে, বর্তমানে ধীরে ধীরে আবারও স্বাভাবিক জনজীবন শুরু হলেও সকলের কাছেই মাস্ক একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। ভাইরাসের হাত থেকে বাঁচতে আপাতত প্রাথমিক ঢাল হিসেবে ব্যবহৃত হচ্ছে এটি। তাই, বাইরে বেরোলেই মুখে মাস্ক পরতে ভুলছেন না কেউই। তবে, নিত্যদিনের ব্যবহার্য এই জিনিস পরতে গিয়েই রীতিমতো কালঘাম ছুটেছে এক শিবসেনা নেতার। যা ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে দেখা যাচ্ছে যে, স্টেজে বক্তব্য রাখছেন শিবসেনার এক নেতা। পাশাপাশি, তাঁর আশপাশে দাঁড়িয়ে আছেন দলের অন্যান্য সদস্যরাও। তাঁদের মধ্যে এক নেতা চটজলদি একটি মাস্ক পরে নেওয়ার পর অন্য এক নেতাকেও মাস্ক পরার ইঙ্গিত করেন। কিন্তু, সেখানেই বাঁধে গন্ডগোল! বিভিন্ন কসরতের মাধ্যমে ওই নেতা মাস্ক পরার চেষ্টা করলেও কিছুতেই সফল হচ্ছিলেন না তিনি।

অর্থাৎ মাস্কটি কিছুতেই সঠিকভাবে পরতে পাচ্ছিলেন না তিনি। বারংবার চেষ্টা করার পরেও যখন তিনি মাস্কটি পরতে ব্যর্থ হন তখন বাধ্য হয়েই তিনি সাহায্য নেন আরেক নেতার। তখনই তিনি তাঁকে কিভাবে মাস্কটি পরতে হয় তা দেখিয়ে দেন। তারপরেই বহু চেষ্টার পরে মাস্কটি শেষে পরতে পারেন ওই নেতাটি।

এদিকে, ১ মিনিট ৫৪ সেকেন্ডের এই ভিডিও রীতিমতো সাড়া ফেলে দিয়েছে নেটমাধ্যমে। মঞ্চে দাঁড়িয়ে ওই নেতা যেভাবে একটি মাস্ক পরতে গিয়ে নাস্তানাবুদ হয়েছেন তা দেখে হাসি থামাতে পারেন নি কেউই। পাশাপাশি, ভিডিওটি দেখে প্রতিক্রিয়াও জানিয়েছেন সকলেই।

https://twitter.com/faijalkhantroll/status/1496808992936321031?s=20&t=VDUo53TPj7IxbA77hR62wQ

ভিডিওটি দেখে একজন লেখেন যে, “এতদিন পর্যন্ত নেটদুনিয়ায় দেখা সেরা জিনিস!” এদিকে, আরেক নেটিজেন সরাসরি প্রশ্নের মাধ্যমে জানতে চান যে, “অতিমারির এই পর্যায়ে দাঁড়িয়েও উনি কি মাস্ক কি জিনিস তা জানেন না?” এছাড়াও, নেটিজেনদের একাংশ ওই নেতার সমালোচনা করলেও অধিকাংশই হাসির ইমোজি দিয়ে নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর