বাংলা হান্ট ডেস্ক: ভারতীয় ডিসকাস থ্রোয়ার সীমা পুনিয়া (Seema Punia) ডোপ টেস্টে ব্যর্থ হয়েছেন। এমতবস্থায়, ডোপিং লঙ্ঘনের জন্য প্রাক্তন এশিয়ান গেমস গোল্ড মেডেলিস্টকে ১৬ মাসের জন্য ব্যান করা হয়েছে। ইতিমধ্যেই National Anti-Doping Agency তথা NADA কর্তৃক প্রকাশিত সর্বশেষ ডোপিং তালিকা অনুসারে, ৪২ বছর বয়সী সীমার স্থগিতাদেশ গত ১০ নভেম্বর থেকে কার্যকর হয়েছে। তবে, NADA কোন পদার্থের জন্য তা পরীক্ষায় পজিটিভ এসেছে তা নির্দিষ্ট করেনি।
১৬ মাস নির্বাসিত সীমা পুনিয়া (Seema Punia):
এদিকে, এর আগেও সীমার বিরুদ্ধে ডোপিং কেস প্রমাণিত হয়েছিল। জুনিয়র লেভেলেও তাঁর একবার ডোপিংয়ে জড়িত থাকার প্রমাণ মিলেছিল। তাঁর অংশগ্রহণ করা শেষ বড় প্রতিযোগিতা হল ২০২৩ সালের হ্যাংজু এশিয়ান গেমস। যেখানে তিনি ব্রোঞ্জ পদক জিতেছিলেন। তিনি ৪ বার কমনওয়েলথ গেমসের পদকজয়ীও। যেগুলির মধ্যে ৩ টি সিলভার মেডেল রয়েছে। তিনি প্রথম এবং একমাত্র এশিয়ান গেমস সগোল্ড মেডেল আসে ২০১৪ সালের ইনচিয়ন গেমসে। জুনিয়র স্তরে, তিনি ২০০২ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপে একটি ব্রোঞ্জ পদক জিতেছিলেন।

জানিয়ে রাখি যে, ২০০০ সালে, ১৭ বছর বয়সে, সীমা অ্যান্টিল পুনিয়া চিলির সান্তিয়াগোতে সম্পন্ন হওয়া বিশ্ব জুনিয়র চ্যাম্পিয়নশিপে গোল্ড মেডেল জিতেছিলেন। তবে, সেই প্রতিযোগিতায় স্টিমুলেট সিউডোএফেড্রিনের জন্য ডোপিং লঙ্ঘনের কারণে তাঁর পদক কেড়ে নেওয়া হয়েছিল। তৎকালীন নিয়ম অনুসারে, AFI তাঁকে এই অপরাধের জন্য তিরস্কার করে।
আরও পড়ুন: বড় পদক্ষেপ RBI-র! এবার জিরো ব্যালেন্স অ্যাকাউন্টেও বিনামূল্যে মিলবে একগুচ্ছ সুবিধা
এদিকে, ২০০২ সালে ওয়ার্ল্ড জুনিয়র্সের পরবর্তী সংস্করণে সীমা ব্রোঞ্জ পদক জিতেছিলেন। হরিয়াণার এই ডিসকাস থ্রোয়ার ২০১৪ সালে এশিয়ান গেমসে ৬১.০৩ মিটার প্রচেষ্টা করে সোনা জিতেছিলেন। এবং ২০১৮ এবং ২০২৩ সালেও তিনি ব্রোঞ্জ জেতেন।
আরও পড়ুন: Mahindra-Hyundai-কে টেক্কা Tata-র! নভেম্বরেই বিক্রি এতগুলি গাড়ি, কোথায় দাঁড়িয়ে Maruti Suzuki?
উল্লেখ্য যে, সীমার পাশাপাশি, দীর্ঘ দূরত্বের দৌড়বিদ পূজা যাদব (৪ বছর), শটপুট অ্যাথলিট মনজিৎ কুমার (৬ বছর) এবং মিডল দূরত্বের দৌড়বিদ নিকেশ ধনরাজ রাঠোর (৪ বছর) ডোপ টেস্টে ব্যর্থ হয়েছে। যার কারণে তাঁরাও বরখাস্ত হয়েছেন ম্যারাথন দৌড়বিদ কুলদীপ সিং এবং মহিলা স্টিপলচেজ দৌড়বিদ ছাভি যাদবকেও ৪ বছরের জন্য ব্যান করা হয়েছে।












