পদে বসেই সরকারের সঙ্গে প্রথম সংঘাত, সুকান্ত মজুমদারের বিরুদ্ধে দায়ের স্বতঃপ্রণোদিত মামলা

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ নতুন দায়িত্ব হাতে পেতেই, লড়াইয়ের মাঠে কোমর বেঁধে নেমে পড়েছেন বিজেপির নতুন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumder)। কিন্তু এবার সুকান্ত মজুমদার সহ একাধিক বিজেপি নেতার বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করল কালীঘাট থানার পুলিশ (Kalighat Police Station)।

বিষয়টা হল, গত ৩ রা মে বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর হামলার শিকার হন মগরাহাটের বিজেপি নেতা মানস সাহা। ঘটনায় গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা শেষে কিছুদিন আগেই বাড়িতে ফেরেন তিনি। কিন্তু আবারও অসুস্থ হওয়ায় তাঁকে ফের হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালে ভর্তি হলেও শেষরক্ষা হয় না। বুধবার মারা যান বিজেপি নেতা মানস সাহা। এই ঘটনায় গর্জে ওঠে গেরুয়া শিবির। ঠিক করা হয়, মৃত বিজেপি নেতার দেহ নিয়ে মিছিল করা হবে। সেই মর্মে প্রথমে মানস সাহার দেহ কলকাতায় এনে বিজেপির অফিসে রাখা হয়।

এরপর বৃহস্পতিবার সন্ধ্যের সময় বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে মৃত কর্মীর দেহ নিয়ে একটি মিছিল বের করা হয়। অংশ নিয়েছিলেন অর্জুন সিং, জ্যোতির্ময় সিং মাহাতো-সহ অনেক নেতাই। এই মিছিল কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে এগোতেই পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয়।

পুলিশ বাঁধা দিলে সেখানেই রাস্তায় বসে বিক্ষোভ প্রদর্শন করে বিজেপি সদস্যরা। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনের নিরাপত্তায় বজায় রাখায় সমস্যা দেখা দেয়। পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে সুকান্ত মজুমদার সহ একাধিক বিজেপি নেতার বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করল কালীঘাট থানার পুলিশ। উল্টোদিকে তিন বিজেপি সাংসদের সঙ্গে অভব্য আচরণের অভিযোগে ডিসি সাউথের বিরুদ্ধে নালিশ জানিয়ে লোকসভার স্পিকারের দারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দিলীপ ঘোষ।

সম্পর্কিত খবর

X