ফিক্সড ডিপোজিটে ৮.৮৫ শতাংশ পর্যন্ত রিটার্ন! সিনিয়র সিটিজেনদের জন্য বড় সুখবর

Published on:

Published on:

Senior citizens can get great returns on corporate fixed deposit.
Follow

বাংলা হান্ট ডেস্ক: চলতি বছরে অর্থাৎ ২০২৫ সালে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক তথা RBI কর্তৃক মোট ১২৫ বেসিস পয়েন্ট সুদের হার কমানো হয়েছে। যার ফলে ফিক্সড ডিপোজিটের (Fixed Deposit) সুদের হারের ওপর সরাসরি প্রভাব পড়েছে। গত ৫ ডিসেম্বর মনিটারি পলিসি কমিটির বৈঠকে কেন্দ্রীয় ব্যাঙ্ক রেপো রেট আরও ২৫ বেসিস পয়েন্ট কমিয়ে দেয়। যার ফলে ব্যাঙ্কের এবং NBFC (Non-Banking Financial Company)-গুলির ফিক্সড ডিপোজিটের হারেও সেই প্রভাব পড়েছে।

কর্পোরেট ফিক্সড ডিপোজিটে (Fixed Deposit) মিলছে দুর্দান্ত সুদের হার:

NBFC ব্যাঙ্কগুলির তুলনায় বেশি সুদের হার দিচ্ছে: জানিয়ে রাখি যে, বেশিরভাগ সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক এখন তাদের ফিক্সড ডিপোজিটের হার ৬.৫ শতাংশ থেকে ৭.৫ শতাংশের মধ্যে রেখেছে। এদিকে, NBFC তাদের সুদের হার কমালেও বাজারে কিছু NBFC আছে যারা এখনও বার্ষিক ৮.৮৫ শতাংশ পর্যন্ত সুদের হার উপলব্ধ করে। বিশেষ করে প্রবীণ নাগরিকরা এর সুবিধা পান। প্রবীণ নাগরিকরা সাধারণত ০.২৫ শতাংশ থেকে ০.৫০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত সুদের হার পান।

Senior citizens can get great returns on corporate fixed deposit.

কর্পোরেট FD রেটের ক্ষেত্রে, একাধিক কোম্পানি দুর্দান্ত সুদের হার উপলব্ধ করে। উদাহরণস্বরূপ, বাজাজ ফাইন্যান্স ৭.৩০ শতাংশ, সুন্দরম ফাইন্যান্স ৭.৫০ শতাংশ, মণিপাল হাউজিং ফাইন্যান্স ৮.৫০ শতাংশ, শ্রীরাম ফাইন্যান্স ৮.৬৫ শতাংশ এবং মুথুট ক্যাপিটাল ৮.৮৫ শতাংশপর্যন্ত সুদের হার প্রদান করে। এই হারের কারণে, একাধিক বিনিয়োগকারী কর্পোরেট FD-র দিকে ঝুঁকছেন।

আরও পড়ুন: দীর্ঘ ৯ বছরের অপেক্ষার অবসান! আর্জেন্টিনাকে হারিয়ে জুনিয়র হকি বিশ্বকাপে ব্রোঞ্জ জিতল ভারত

ভেবেচিন্তে বিনিয়োগ করুন: এদিকে, বিশেষজ্ঞরা জানিয়েছেন যে, উচ্চ সুদের হারের সঙ্গে উচ্চ ঝুঁকিও জড়িত। DICGC-র অধীনে প্রতিটি ব্যাঙ্কের জন্য ব্যাঙ্ক FD ৫ লক্ষ টাকা পর্যন্ত ইন্সুরেন্স মেলে। যেখানে কর্পোরেট FD-র ক্ষেত্রে এটি কভার করা হয় না। অতএব, যদি কোনও NBFC আর্থিক সমস্যার সম্মুখীন হয়, সেক্ষেত্রেবিনিয়োগকারীদের অর্থ নষ্ট হতে পারে। এমতাবস্থায়, CRISIL, ICRA, অথবা CARE এর মতো রেটিং এজেন্সিগুলি দ্বারা AAA বা AA রেটিংপ্রাপ্ত কোম্পানিগুলিতেই বিনিয়োগ করার পরামর্শ দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: আদানি গ্রুপের এই কোম্পানির দাম পৌঁছতে পারে ১,২৮০ টাকায়! ব্রোকারেজ দিল কেনার পরামর্শ

যদিও NBFC-গুলি RBI দ্বারা পর্যবেক্ষণ করা হয়। তবুও ঝুঁকি এখনও সম্পূর্ণরূপে নির্মূল করা যায়নি। সেই কারণে, বিনিয়োগকারীদের বিনিয়োগের আগে কোম্পানির ব্যালেন্স শিট থেকে শুরু করে ট্র্যাক রেকর্ড এবং ক্রেডিট রেটিং সাবধানতার সঙ্গে পরীক্ষা করা উচিত। সামগ্রিকভাবে, বিশেষজ্ঞদের মত অনুযায়ী, যদি একজন বিনিয়োগকারী ব্যাঙ্কের FD-র চেয়ে বেশি রিটার্ন খুঁজছেন এবং সামান্য ঝুঁকি নিতে পারেন, সেক্ষেত্রে কর্পোরেট FD একটি ভালো বিকল্প হতে পারে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের জন্য এটি আকর্ষণীয়। তবে, যাঁরা মূলধনের সুরক্ষা চান তাঁদের জন্য, ব্যাঙ্ক FD এবং সরকারি স্কিমগুলি ভালো বিকল্প হিসবে বিবেচিত হয়।