বাংলা হান্ট ডেস্কঃ কর্ণাটকের (Karnataka) রাজধানী ব্যাঙ্গালুরুর (Bengaluru) পাশে তিন পুরোহিতের হত্যার মামলায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ব্যাঙ্গালুরু থেকে প্রায় ১০০ কিমি দূরে মাণ্ড্য শহরের এক মন্দিরে তিন পুরোহিতকে মাথা থেঁতলে খুন করা হয়েছে। মন্দিরর দান পেটি থেকে সব টাকাও উধাও হয়েছে। পুলিশ জানিয়েছে যে, এই হত্যা রাত ২-৩ টের মধ্যে ঘটেছে। পুরোহিতদের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছিল। তিন পুরোহিতের বয়স ৫০ বছরের আশেপাশে বলে জানা গিয়েছে।
স্থানীয়রা সকালে দেখে যে, মন্দিরের দরজা সময়ের অনেক আগেই খোলা হয়েছে। তাঁরা এর কারণ জানতে মন্দিরে প্রবেশ করলে সেখানে পুরোহিতদের রক্তাক্ত দেহ মাটিতে পড়ে আছে দেখে। পুলিশ জানায়, আমরা যেই প্রমাণ পেয়েছি সেটা দেখে বোঝা যাচ্ছে যে, পুরোহিতেরা হত্যাকারীদের আটকানোর চেষ্টা করেছিলেন। আমাদের মনে হয়, এই অপরাধ তিন থেকে বেশি মানুষ দ্বারা করা হয়েছে।
মাণ্ড্য শহরের সীমান্তে অরাকেশ্বর মন্দিরে দায়িত্ব কর্ণাটক সরকারের আকধে আছে। এক পুলিশ আধিকারিক জানান, খালি দান পেটি গুলোকে মন্দিরের বাইরে ফেলে দেওয়া হয়। ওই পেটি গুলোতে মাত্র কয়েকটি খুচরো পয়সা ছিল। আর বাকি সমস্ত টাকা লুট করে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ দোষীদের খোঁজ করতে টিম গঠন করেছে।
এই মন্দির শহর থেকে একটু দূরে থাকায় হত্যাকারীরা লুটপাট চালানোর জন্য এই মন্দিরটিকে বেছে নিয়েছিল। একজন পুরোহিত জানান, ‘মন্দিরে এর আগে এরকম কোন ঘটনা ঘটেনি। মন্দিরে কমপক্ষে ৪০ লক্ষ টাকার অলঙ্কার ছিল আর দান পেটিতেও অনেক টাকা ছিল।” এই হত্যাকাণ্ডে ব্যবহার করা কোন অস্ত্রই এখনো উদ্ধার করা যায় নি। তবে পুলিশ দোষীদের ধরতে কোমর বেঁধে নেমেছে।