বাংলা হান্ট ডেস্কঃ ফের প্রকাশ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতির (SSC Scam) ঘটনা। OMR শিটে নম্বর ঘষেমেজে শূন্য নম্বরকেও ৫৩ বানিয়ে চাকরি হয়েছে রাজ্যে। স্কুল সার্ভিস কমিশন (SSC)-র আসন্ন তালিকা প্রকাশের আগেই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। সুপ্রিম কোর্টের নির্দেশে এবার সমস্ত অযোগ্য প্রার্থীর নাম প্রকাশ্যে আনতে বাধ্য হচ্ছে কমিশন।
শিক্ষক নিয়োগ দুর্নীতিতে (SSC Scam) সাদা খাতা জমা দিয়েও ৫৩ নম্বর
SSC-র নথিতে ধরা পড়েছে, এক অঙ্কের শিক্ষক আসলে পরীক্ষায় পেয়েছিলেন শূন্য। অথচ প্রকাশিত OMR শিটে তাঁর প্রাপ্ত নম্বর দেখানো হয়েছে ৫৩। ইতিহাসের ক্ষেত্রেও ঘটেছে একই ঘটনা। এক প্রার্থী সাদা খাতা জমা দিয়েও পেয়ে গিয়েছেন ৫৩ নম্বর। শুধু তাই নয়, র্যাঙ্ক জাম্প করে একাধিক প্রার্থী নিয়োগ পেয়েছেন বলে উঠে এসেছে তদন্তে।
SSC ইতিমধ্যেই যোগ্য ও অযোগ্যদের তালিকা তৈরি করেছে। নবম-দশম এবং একাদশ-দ্বাদশ স্তরের মিলিয়ে মোট ‘দাগি’ প্রার্থীর সংখ্যা ১৮০৩। এদের সকলের চাকরি বাতিল হয়ে গিয়েছে। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত তাঁরা কাজে থাকতে পারবেন। এর পর থেকেই চাকরি হারাবেন সবাই। কমিশনের তরফে সুপ্রিম কোর্ট ও হাই কোর্টে ইতিমধ্যেই এই তালিকা পেশ করা হয়েছে।
আগামী ৭ ও ১৪ সেপ্টেম্বর হতে চলা নতুন শিক্ষক নিয়োগ পরীক্ষাতেও এই অযোগ্য প্রার্থীরা বসতে পারবেন না। আদালতের নির্দেশ অনুযায়ী, একবার যিনি ‘দাগি’ বলে চিহ্নিত হয়েছেন, তাঁর জন্য SSC-র দরজা চিরকালের জন্য বন্ধ। এর ফলে শিক্ষক নিয়োগের স্বচ্ছতা নিয়ে যে প্রশ্ন উঠেছিল, তাতে খানিকটা উত্তর মিলেছে বলেই মনে করছেন বিশ্লেষকরা।
আরও পড়ুনঃ ছোটখাটো অপরাধে আর জেল নয়, নতুন বিল পেশ কেন্দ্রের, কী কী বলা আছে নতুন বিলে?
শূন্য নম্বরকে ৫৩ বানিয়ে শিক্ষক নিয়োগের মতো গুরুতর দায়িত্বে ঢুকে পড়ার ঘটনা সত্যিই নজিরবিহীন। এই দুর্নীতি (SSC Scam) কেবল প্রার্থীর নয়, শিক্ষাব্যবস্থার বিশ্বাসকেও আঘাত করেছে। SSC-র প্রকাশিত তালিকা সামনে এলে আরও অনেক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসবে বলে মনে করা হচ্ছে।