মিলবে না এই পুজোর ছুটি! সরকারি কর্মীদের মাথায় হাত! জানুন রাজ্য সরকারের নয়া আপডেট

বাংলা হান্ট ডেস্কঃ চলছে সেপ্টেম্বর মাস। সেপ্টেম্বর মানেই পুজো পুজো ভাব আর সামনেই একের পর এক ছুটি (Holiday)। অক্টোবর মাসে দুর্গাপুজোর জন্য একটানা ছুটি তো থাকছেই তবে তার আগে চলতি মাসেও রয়েছে বেশ কয়েকটি ছুটি (Government Holiday)। আজ ১৪ তারিখ করম পুজো উপলক্ষে পশ্চিমবঙ্গ সরকারের তরফে পূর্ণদিবস ঘোষণা করা হয়েছে।

নবান্ন তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, করম পুজোর জন্য শনিবার সরকারি অফিস, স্কুল, কলেজ, সরকারের অধীনস্থ অফিসে ছুটি থাকবে । আগে অবশ্য করম পুজোয় ‘সেকশনাল হলিডে’ ছিল। অর্থাৎ যারা এই পুজো করেন তারাই ছুটি পেতেন। তবে গত বছর থেকে এই দিনে পূর্ণ দিবস ছুটি দেওয়া হচ্ছে।

   

শনিবার ছুটি, এরপর রবিবার এমনিতেই সব বন্ধ অর্থাৎ পরপর দু’দিন ছুটি পাচ্ছেন সরকারি কর্মীরা। তবে এখানেই শেষ নয়, সোমবারও মিলবে ছুটি। সোমবার (১৬ সেপ্টেম্বর) ফতোয়া-দোয়াজ-দাহাম উপলক্ষে রাজ্য সরকারের তরফে ছুটি ঘোষণা করা হয়েছে। সোমবার সরকারি অফিস, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ছুটি থাকবে বলে জানিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। সবমিলিয়ে পরপর তিনদিন ছুটি পাচ্ছেন সরকারি কর্মীরা।

ওদিকে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিশ্বকর্মা পুজো রয়েছে। তবে বিশ্বকর্মা পুজোয় কোনো ছুটি দেয়নি রাজ্য সরকার। অর্থাৎ টানা ৪দিন ছুটি মেলার যে সুযোগ ছিল তা হচ্ছে না। যা নিয়ে মন খারাপ সরকারি কর্মীদের। মঙ্গলবার সরকারি অফিস খোলা থাকবে। তবে বিশ্বকর্মা পুজোয় ছুটি মিলবে স্কুলগুলিতে।

Government of West Bengal School Holiday

আরও পড়ুন: ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া! সঙ্গে অতিভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গের ৫ জেলায় সতর্কতা: আবহাওয়ার খবর

সেপ্টেম্বরের পর শুরু অক্টোবর মাস। মিলবে টানা ছুটি। অক্টোবর মাসে মহালয়ার জন্য আগামী ২ অক্টোবর ছুটি থাকবে। এরপর দুর্গাপুজোর শুরু। সেই উপলক্ষে আগামী ৭ অক্টোবর থেকে আগামী ১৮ অক্টোবর পর্যন্ত সরকারি অফিসে ছুটি থাকবে। বন্ধ থাকবে সরকারি অফিস, স্কুল, কলেজ সর্বত্রই।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর