বাংলাহান্ট ডেস্কঃ সেপ্টেম্বর মাস আসামের গুয়াহাটির (guwahati) নাগরিকদের জন্য নিয়ে এল সুখবর। রান্নার গ্যাসের (LPG) দাম সেখানে এক ধাক্কায় কমে গিয়েছে ৩৩ টাকা। যার ফলে স্বস্তির নিঃশ্বাস ফেলছে সেখানকার মধ্যবিত্ত। আসুন জেনে নি দেশের অন্য শহরগুলিতে কত দাম রান্নার গ্যাসের

দিল্লি : দেশের রাজধানী দিল্লিতে গত মাসে রান্নার গ্যাসের দাম ছিল ৫৯৪ টাকা। এই মাসেও সেই দাম অপরিবর্তিত রয়েছে।
মুম্বাই : বাণিজ্য নগরী মুম্বাইতেও দিল্লির মতই গ্যাসের দাম বাড়ে নি বা কমে নি। সেখানেও গ্যাসের দাম ৫৯৪ টাকা।
চেন্নাই : দক্ষিণের শহর চেন্নাইয়ে গ্যাসের দাম সামান্য বেড়েছে। সেখাবে গ্যাসের দাম ৬১০ টাকা থেকে বেড়ে ৬১০ টাকা ৫০ পয়সা হয়েছে।
কলকাতা : শহর কলকাতাতেও চেন্নাইয়ের মত গ্যাসের দাম মাত্র ৫০ পয়সা বেড়েছে। আগের মাসে ৬১০ টাকা প্রতি ১৪.২ কিলো সিলিন্ডারের দাম কলকাতায় এখন ৬১০ টাকা ৫০ পয়সা।
প্রসঙ্গত, প্রতি পরিবার পিছু কেন্দ্রীয় সরকার বছরে ১২ টি সিলিন্ডারে ভর্তুকি দিয়ে থাকে। ১২ টির বেশি সিলিন্ডার কিনতে হলে ১৩ নম্বর সিলিন্ডার থেকে আর ভর্তুকি পাওয়া যায় না।
গ্যাসের দাম মূলত বিশ্ববাজারে ক্রুড অয়েলের দাম ও ফরেন এক্সচেঞ্জ রেটের ওপর৷ লকডাউনে দেশে সাময়িক ভাবে পেট্রোল ডিজেলের চাহিদা কমলেও বেড়েছিল গ্যাসের চাহিদা।