হাতে ১৫ লাখের আংটি, ১ কোটির বই! ‘হেভিওয়েট’ তৃণমূল প্রার্থী কল্যানের বছরে আয় কত জানেন?

বাংলা হান্ট ডেস্কঃ আইন হোক বা রাজনীতি, দুই জগতেরই অতি পরিচিত মুখ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। শ্রীরামপুরের বিদায়ী সাংসদকে চব্বিশের লোকসভা নির্বাচনেও টিকিট দিয়েছে তৃণমূল কংগ্রেস (TMC)। একই কেন্দ্র থেকে দাঁড় করানো হয়েছে তাঁকে। উচ্চশিক্ষিত, দুঁদে এই রাজনীতিবিদের সম্পত্তির পরিমাণটাও রীতিমতো চোখধাঁধানো। মোট কত টাকার মালিক কল্যাণ বন্দ্যোপাধ্যায়? চলুন দেখে নেওয়া যাক।

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকের পর ১৯৭২-৭৫ সালে এলএলবি পাশ করেন শ্রীরামপুরের জোড়াফুল প্রার্থী। আইনজীবী হিসেবে একাধিক হাইপ্রোফাইল কেস লড়েছেন তিনি। এর মধ্যে অন্যতম হল সিঙ্গুর মামলা। তাঁর বাড়িতে শুধু বই-ই আছে ১.২৫ কোটি টাকার। চলুন এক নজরে দেখে নেওয়া যাক দুঁদে এই রাজনীতিকের সম্পত্তির পরিমাণ (Kalyan Banerjee Net Worth)।

   

উনিশের লোকসভা ভোটের সময় নির্বাচন কমিশনকে দেওয়া কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দেওয়া নথি থেকে জানা যাচ্ছে, সেই সময় তাঁর হাতে ছিল ২ লাখ টাকা। কালীঘাটের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ছিল ১,৭৮,৩২,৬১৭ টাকা। সেই সঙ্গেই আরও বেশ কয়েকটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এবং বেসরকারি ব্যাঙ্কে মোটা টাকা রাখা ছিল এই আইনজীবী-রাজনীতিকের। চব্বিশের ভোটের আগে সেই সম্পত্তি কত বাড়ল-কমল? চলুক দেখে নেওয়া যাক।

আরও পড়ুনঃ তৃণমূল থেকে বিজেপি, বাংলায় কোন দলের ঝুলিতে কত আসন? চমকে দেবে সমীক্ষার ফলাফল

উনিশের লোকসভা ভোটের আগে ব্যাঙ্ক-পোস্ট অফিস মিলিয়ে কল্যাণের ৫,৯৭,৭৯,৬৮৭ টাকা ছিল। এছাড়া এলআইসি, জীবনবিমাতেও টাকা রেখেছিলেন TMC নেতা, বিনিয়োগ করেছিলেন মিউচুয়াল ফান্ডেও। বিনিয়োগের অঙ্কটা প্রায় সাড়ে ৩ কোটি। সব মিলিয়ে, সেই সময় দাঁড়িয়ে শ্রীরামপুরের বিদায়ী সাংসদের মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ছিল ১৩,৬০,৯৯,৯৩২ টাকা। ২০১৭-১৮ আর্থিক বছরে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আয়ের পরিমাণ ছিল ৩,৬৫,৯৭,১২০ টাকা। অপরদিকে তাঁর স্ত্রী ছবি বন্দ্যোপাধ্যায় আয় করেছিলেন ৪,১৬,৭৬০ টাকা। এদিকে সদ্য জমা দেওয়া হলফনামা থেকে জানা যাচ্ছে, ২০২২-২৩ আর্থিক বছরে তৃণমূল প্রার্থী আয় করেছেন ৪ কোটি ৩২ লক্ষ ৬৩ হাজার ২৬৬.০৯ কোটি টাকা। অন্যদিকে তাঁর স্ত্রী ছবির আয়ের পরিমাণ ৩লক্ষ ২৫ হাজার ৬০০ টাকা।

kalyan banerjee TMC net worth

উনিশের নির্তৃবাচনের সময় ণমূলের এই নেতার দু’টি ফোর হুইলার ছিল। দু’টির মূল্যই ছিল লক্ষাধিক। একটি দাম ১৮ লাখ এবং ওপরটি ১৫ লাখ। তবে একুশ সালে  প্রায় ২৩ লক্ষ টাকা দিয়ে একটি গাড়ি কেনেন কল্যাণ। উনিশ সালে তাঁর নামে ২৫০ গ্রাম সোনা ছিল। তখন দাঁড়িয়ে যার বাজারদর ছিল প্রায় ৮ লাখ টাকা। এছাড়া তাঁর স্ত্রীয়ের নামে ছিল ৪০০ গ্রাম সোনা। যার বাজারমূল্য ছিল ১৩ লাখ টাকা। শ্রীরামপুরের জোড়াফুল প্রার্থীর বাড়ি ও ফ্ল্যাট মিলিয়ে ৩টি বাসস্থান আছে। যার বাজারদর ৩ কোটি টাকা। এছাড়া বাঁকুড়ায় প্রায় ৬ লাখ টাকার জমিও রয়েছে তাঁর। অন্যদিকে তাঁর স্ত্রীয়ের নামেও একটি বাড়ি ও ফ্ল্যাট আছে। যার আনুমানিক বাজার দর ১২ লাখ টাকা। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী ছবি বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির পরিমাণ ৭৭,৬৮,৯৬৮ লাখ টাকা।

তবে সদ্য জমা দেওয়া হলফনামা অনুসারে, কল্যাণের কাছে ২৫০ গ্রামের একটি সোনার আংটি রয়েছে। ১৫ এপ্রিলের নিরিখে যার দাম ১৫ লক্ষ। অন্যদিকে তাঁর বইয়ের দাম প্রায় ১ কোটি টাকা। শ্রীরামপুরের তৃণমূল প্রার্থীর স্থাবর সম্পত্তির পরিমাণ ৩ কোটি ৫০ লক্ষ ১০ হাজার টাকা। তাঁর অস্থাবর সম্পত্তির পরিমাণও রীতিমতো চোখধাঁধানো। কল্যাণের অস্থাবর সম্পত্তির পরিমাণ ২৪ কোটি ২০ লক্ষ ১৭ হাজার ৯৩৫ টাকা। সেই সঙ্গেই ১৩ লক্ষ ৬০ হাজার ৩৯৮ কোটি টাকার ঋণ রয়েছে তৃণমূল প্রার্থীর।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর