Breaking: জল্পনার অবসান! আসন্ন মরশুমে ইস্টবেঙ্গলের দায়িত্ব নিতে প্রস্তুত সার্জিও লোবেরা

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ অবশেষে প্রতীক্ষার অবসান ঘটলো লাল হলুদ ভক্তদের। বেশ কয়েক দফা বৈঠকের পর ইস্টবেঙ্গলকে (East Bengal) আসন্ন মরশুমে কোচিং করাতে রাজি হয়ে গিয়েছেন মুম্বাই সিটি এফসি, এফসি গোয়ায় সাফল্যের সাথে কোচিং করানো নামজাদা স্প্যানিশ কোচ সার্জিও লোবেরা (Sergio Lobera)। এখন শুধুমাত্র ক্লাবের তরফ থেকে অফিসিয়াল ঘোষণা করা বাকি রয়েছে।

অনেক আগেই একটা বিষয় পরিষ্কার হয়ে গিয়েছিল যে সুপার কাপের পর ইস্টবেঙ্গলের বর্তমান কোচ স্টিফেন কনস্ট্যানটাইনের মেয়াদ শেষ হচ্ছে। তার কোচিংয়ে গত তিন বছরে আইএসএলে সবচেয়ে ভালো ফল করেছে ইস্টবেঙ্গল। কিন্তু সেই ভালো ফলটাও অত্যন্ত খারাপ। ইমামি কর্তারা স্বীকার করে নিয়েছিলেন যে তিনি বাকিদের চেয়ে ভালো কাজ করেছেন কিন্তু ভবিষ্যতের দিকে তাকিয়ে তারা লাল হলুদ ক্লাবের যা ভালো হয় সেটাই সিদ্ধান্ত নেবেন। তারই প্রতিফলন এই কোচ নির্বাচন।

lobera

কিন্তু একটা বিষয় সম্পর্কে সকলেই অবগত। একজন কোচ একটা ক্লাবে এসেই ম্যাজিক দেখাতে পারবেন না। তার জন্য কর্তাদের তার পছন্দমত প্লেয়ার তাকে এনে দিতে হবে এবং তার জন্য ভাল রকম বিনিয়োগের প্রয়োজন। এরই মধ্যে সাতজন স্বদেশী ফুটবলারের সঙ্গে ইস্টবেঙ্গলের কথাবার্তা প্রায় পাকা হয়ে এসেছে কিন্তু যেহেতু সবকিছু এখনো চূড়ান্ত নয় তাই তাদের নাম প্রকাশে আনা হচ্ছে না।

বিদেশি ফুটবলার নিয়ে এখনো স্পষ্ট কোনও আপডেট না পাওয়া গেলেও আশঙ্কা করা হচ্ছে আইএসএলে সফল হওয়া কিছু বিদেশিকে ইস্টবেঙ্গল ক্লাবের জার্সিতে আগামী বছর দেখা যেতেই পারে। এডু বেদিয়া, হুগো বুমোর মতো বড় মাপের ফুটবলারদের ইস্টবেঙ্গলে আসাটাও এখন আর পুরোপুরি অসম্ভব নয়। কিন্তু তার আগে কোচের সঙ্গে আরও কয়েক দফা বৈঠক করে নিতে চাইবে টিম ম্যানেজমেন্ট। আপাতত লোবেরার নাম শুনেই ইস্টবেঙ্গল ভক্তদের মনে খুশির আমেজ। এখন দেখার মুম্বাই কে যে সাফল্য তিনি এনে দিয়েছিলেন তার প্রতিফলন তিনি বাংলার ক্লাবে করতে পারেন কিনা।

এরই মধ্যে আজ সেকেন্ড ডিভিশন আই লিগে নিজেদের অভিযান শুরু করেছে ইস্টবেঙ্গল রিজার্ভ দল। কিন্তু প্রথম ম্যাচে তাদেরকে হারতে হয়েছে শিলং লাজংয়ের কাছে। নৈহাটি স্টেডিয়ামে বিনো জর্জের দলকে হারতে দেখে কিছুটা হতাশ ভক্তরা। এই টুর্নামেন্টে তাদের পরের ম্যাচ ৯ই এপ্রিল ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে।

 


Reetabrata Deb

সম্পর্কিত খবর