বাংলাহান্ট ডেস্ক : টিআরপির ওঠানামার মাঝে লাগাতার ভালো নম্বর ধরে রাখা চাট্টিখানি কথা নয় কোনও সিরিয়ালের (Serial) পক্ষেই। কিন্তু ‘জগদ্ধাত্রী’ এই অসাধ্যই সাধন করে আসছে গত তিন বছর ধরে। জি বাংলার সবথেকে পুরনো সিরিয়াল জগদ্ধাত্রী। কিন্তু নতুন পুরনো সমস্ত ধারাবাহিককেই টেক্কা দিয়ে এখনও দিব্যি প্রথম দশে জায়গা ধরে রেখেছে সিরিয়ালটি (Serial)।
জগদ্ধাত্রী সিরিয়ালের (Serial) শুটিংয়ে ব্যস্ত অঙ্কিতা
নেপথ্যে অবশ্য কলাকুশলীদের পরিশ্রমও কম নেই। বিনা বিরতিতে একটানা কাজ করে যেতে হয় সিরিয়ালের (Serial) অভিনেতা অভিনেত্রীদের। এমনকি রবিবারেও ছুটি নেই। সপ্তাহে সাতদিনই যে সম্প্রচার, তাই চাপটাও বেশি। উপরন্তু পুজোর মুখে এপিসোড ব্যাঙ্কিংয়ের তাড়া থাকায় চাপটা দ্বিগুণ হয়ে যায়। এই পরিস্থিতিতে পুজোর প্রস্তুতি কতটা এগোলো পর্দার ‘জগদ্ধাত্রী’ (Serial) অঙ্কিতা মল্লিকের।
পুজোর প্রস্তুতি কতদূর: বর্তমানে সিরিয়ালে (Serial) মা মেয়ের দ্বৈত চরিত্রে অভিনয় করছেন অঙ্কিতা। চাপও তুলনামূলক বেশি। সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে অঙ্কিতা বলেন, সময়টা একেবারেই উপভোগ করছেন না তিনি। কারণ কাজের প্রচণ্ড চাপ। এমনিতেই সিরিয়ালের (Serial) কলাকুশলীদের সারা বছরই চাপ থাকে। পুজোর সময় তা আরও বাড়ে। এর ফাঁকে আর কিছুই করে ওঠার সময় সুযোগ পাচ্ছেন না তিনি।
আরও পড়ুন : প্রাক্তন নায়িকাদের মাঝে অনুপস্থিত বর্তমান, দেবের মেগা ইভেন্টে দেখা মিলল না রুক্মিণীর! তুঙ্গে জল্পনা
ছোটবেলার পুজো নিয়ে নস্টালজিয়া: পুজোর পরিকল্পনাও তেমন কিছুই নেই বলে জানান অঙ্কিতা। তবে এখন কাজ করলেও পুজোর কটাদিন আরামে কাটাবেন তিনি। ছোটবেলায় অবশ্য পুজোটা অন্যরকম ছিল অঙ্কিতার (Serial)। স্কুল ছুটির অপেক্ষায় থাকতেন, কার কতগুলি জামা হল এসব নিয়েই জমে উঠত পুজোর আড্ডা। এখনও পুজোর আগ্রহ রয়েছে ঠিকই। কাজের চাপ সামলেই আনন্দ করার চেষ্টা করেন অঙ্কিতা।
আরও পড়ুন : অবিশ্বাস্য কম দাম, থালায় করে বিকোচ্ছে চওড়া পেটির পদ্মার ইলিশ! স্বাদ কেমন হবে?
জগদ্ধাত্রীর মতো যদি বাস্তবেও অমন শক্তি পেতেন তবে কী চাইতেন? অঙ্কিতার স্পষ্ট জবাব, তিনি যেন ভালো থাকেন, তাঁর চারপাশের মানুষজন, যাঁদের আশীর্বাদে তিনি এতদূর পৌঁছেছেন তাঁরা সকলে যেন সুস্থ থাকেন, ভালো থাকেন এটাই তাঁদের কামনা।