বাংলাহান্ট ডেস্ক : মানুষের জীবনে কখন কি বিপদ এসে পড়ে তা আগে থেকে বলা যায় না। অভিনেত্রী সায়ন্তনী মল্লিকও ভাবতে পারেননি এমন দিনও তাঁকে দেখতে হতে পারে। মেগা সিরিয়ালের (Serial) অভিনেত্রী হওয়ায় ব্যস্ততায় কাটে দিন। যদিও সদ্য একটি ধারাবাহিকের (Serial) কাজ শেষ করায় আপাতত বিরতিতে রয়েছেন তিনি। এর মধ্যে নিজের বাড়িতেই এমন অঘটন ঘটে যাবে তা হয়তো দুঃস্বপ্নেও ভাবতে পারেননি সায়ন্তনী (Sayantani Mullick)।
ব্রেন স্ট্রোকে আক্রান্ত হলেন টেলি অভিনেত্রী (Serial)
বাড়িতে টিভি দেখতে দেখতেই আচমকা ব্রেন স্ট্রোকে আক্রান্ত হলেন সায়ন্তনী (Sayantani Mullick)। জানা গিয়েছে, গত বুধবার নিজের বাড়িতে বসে টিভি দেখছিলেন তিনি। হঠাৎ করেই অস্বস্তি শুরু হয় শরীরে। পরিস্থিতি খারাপ হতে তড়িঘড়ি সায়ন্তনীকে (Sayantani Mullick) নিয়ে ডাক্তারের কাছে পৌঁছান স্বামী অভিনেতা ইন্দ্রনীল।
কী জানালেন চিকিৎসক: চিকিৎসক পরীক্ষা করে জানান, মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে সায়ন্তনীর (Sayantani Mullick)। তার জেরেই অসুস্থ হয়ে পড়েছেন তিনি। হাসপাতালেও ভর্তি করতে হয় অভিনেত্রীকে (Serial)। তিন দিন হাসপাতালে থাকার পর রবিবার ছাড়া পেয়েছেন তিনি। ইন্দ্রনীল জানান, এখন দিন ১৫ পুরোপুরি বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। তবে এখনই কোনও কড়া নিয়মে থাকতে হবে না সায়ন্তনীকে (Sayantani Mullick)।
আরও পড়ুন : ইলিশের দামে হাহাকার বাংলাদেশে, পদ্মার মাছের স্বাদ কি এবার পাবে এপার বাংলা?
এখন কেমন আছেন অভিনেত্রী: সোশ্যাল মিডিয়ায় একটি স্টোরি শেয়ার করেছেন সায়ন্তনী (Sayantani Mullick)। সেখানে হাসপাতালের পোশাকে দেখা গিয়েছে তাঁকে। ইন্দ্রনীলকে উদ্দেশ্য করে তিনি লিখেছেন, ‘তোমাকে ছাড়া বাঁচতাম না বর, ধন্যবাদ’।
আরও পড়ুন : ক্রেতাদের বড় স্বস্তি দিয়ে পুজোর মুখে সস্তা সোনা, সোমবার একধাক্কায় কমল দাম, কত করে চলছে দর?
ইন্দ্রনীল সায়ন্তনীর (Sayantani Mullick) কথায়, এই ঘটনাটা শুটিংয়ে গিয়ে ঘটেনি এটাই বড় বাঁচোয়া। নাহলে আরও বড় সমস্যায় পড়তে হত। প্রসঙ্গত, সম্প্রতি ‘অনুরাগের ছোঁয়া’ সিরিয়ালের (Serial) শুটিং শেষ করেছেন অভিনেত্রী। আপাতত তিনি কিছুদিন বিশ্রামেই থাকবেন বলে জানা গিয়েছে।