বাংলাহান্ট ডেস্ক : উৎসবের মরশুমে বাংলা সিরিয়ালগুলিতেও লেগেছে উৎসবের আমেজ। কিছু কিছু সিরিয়ালে দুর্গাপুজোর ট্র্যাক সদ্য শেষ হয়েছে, কোথাও আবার প্রায় শেষের মুখে। তবে বিভিন্ন ধারাবাহিকের বর্তমান ট্র্যাকগুলি দর্শকও টানছে বেশ ভালোই। চলতি সপ্তাহের টিআরপি (TRP) তালিকায় দেখা গিয়েছে, ধারাবাহিকগুলির নম্বর বেড়েছে বেশ খানিকটা।
টিআরপি (TRP) তালিকায় বেড়েছে নম্বর
তালিকার প্রথম স্থানে আবার ফিরে এসেছে ‘পরিণীতা’। জি বাংলার সিরিয়ালটি ৬.৯ টিআরপি নিয়ে উঠে এসেছে শীর্ষস্থানে। তারপরেই দ্বিতীয় স্থানে রয়েছে ‘চিরদিনই তুমি যে আমার’। এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর (TRP) ৬.৬। গত সপ্তাহে প্রথম স্থানে ছিল আর্য অপর্ণার সিরিয়ালটি।
জি বাংলার জয়জয়কার: তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে জি বাংলারই আরেক সিরিয়াল (TRP) ‘ফুলকি’। শেষ হয়ে যাওয়ার গুঞ্জন শোনা গেলেও এখনও বেশ ভালোই টিআরপি (TRP) তুলছে ধারাবাহিকটি। তিন নম্বর স্থানে থাকা ফুলকির প্রাপ্ত নম্বর ৬.৫।
টক্কর দিচ্ছে স্টার জলসা: জগদ্ধাত্রী এবং পরশুরাম দুই সিরিয়ালই রয়েছে চতুর্থ স্থানে। এই দুই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.৩। পঞ্চম স্থানে রয়েছে রাঙামতি তীরন্দাজ। এই সিরিয়ালটি (TRP) পেয়েছে ৬.১ নম্বর। আর ষষ্ঠ স্থানে ৬.০ পয়েন্ট নিয়ে জায়গা করে নিয়েছে ‘আমাদের দাদামণি’।
আরও পড়ুন : ‘তৃণমূলে ঔদ্ধত্যের ভাইরাস!’ তবু ২৫০-র বেশি আসনের ‘ভবিষ্যদ্বাণী’ কুণাল ঘোষের
বাংলা সিরিয়ালের সেরা দশ টিআরপি (TRP) তালিকা
প্রথম- পরিণীতা (৬.৯)
দ্বিতীয়- চিরদিনই তুমি যে আমার (৬.৬)
তৃতীয়- ফুলকি (৬.৫)
চতুর্থ- জগদ্ধাত্রী, পরশুরাম (৬.৩)
পঞ্চম- রাঙামতি তীরন্দাজ (৬.১)
ষষ্ঠ- আমাদের দাদামণি (৬.০)
সপ্তম- রাজরাজেশ্বরী রাণী ভবানী, ও মোর দরদিয়া (৫.৮)
অষ্টম- জোয়ার ভাঁটা (৫.৭)
নবম- তুই আমার হিরো, লক্ষ্মীঝাঁপি (৫.১)
দশম- চিরসখা (৪.৯)
আরও পড়ুন : লোকাল ট্রেনের জন্য একগুচ্ছ নয়া নিয়ম, বর্ধমান স্টেশন নিয়ে নড়েচড়ে বসল রেল, কী বলছেন যাত্রীরা?
এ সপ্তাহে বড়সড় রদবদল হয়েছে টিআরপি তালিকায়। বেশ কিছু ধারাবাহিকের নম্বর বেড়েছে। ও মোর দরদিয়া প্রথম বারেই জায়গা করে নিয়েছে সেরা দশের মধ্যে।