দিতে হবে মোটা টাকা, তবেই মিলবে ট্রলি!জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে মা হতে গিয়ে বাড়ছে যন্ত্রণা

বাংলাহান্ট ডেস্ক : কাজ করছে না লিফট। তবে রোগীকে ট্রলি করে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে গেলে দিতে হচ্ছে টাকা। এমনকি অভিযোগ টাকা না দিলে হাসপাতালের কর্মীরা পাল্টে দিচ্ছেন না রোগীর গায়ের ওটির পোশাকও। এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে।

যদিও হাসপাতাল কর্তৃপক্ষ অভিযোগ মেনে নিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দিয়েছে। জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের অধীনে মাদার চাইল্ড হাব ( মাতৃমা) আছে প্রসূতিদের জন্য। সেখানে দুটি লিফটই বিকল। অভিযোগ রোগীদের ওঠানামা করতে হচ্ছে ট্রলির মাধ্যমে। এই সুযোগ কাজে লাগিয়ে হাসপাতালের কর্মীরা টাকা আদায় করছেন রোগীর আত্মীয়দের কাছ থেকে।

আরোও পড়ুন : কামরায় তো নেই চেন! হঠাৎ প্রয়োজনে কীভাবে থামাবেন বন্দে ভারত এক্সপ্রেস?

এমনকি এক প্রসূতিকে দেখা গেছে হেঁটেও যেতে। এই খবর সামনে আসার পর রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে স্বাস্থ্য মহলে। হাসপাতাল চত্বর জুড়ে রয়েছে সিসিটিভি। প্রকাশ্যে টাকা নিলে তা ক্যামেরায় বন্দি হতে পারে। তাই রোগীর আত্মীয়দের থেকে টাকা নেওয়া হচ্ছে অনলাইন মাধ্যমে। হাসপাতাল সূত্রে খবর, দীর্ঘদিন ধরে একটি লিফট খারাপ হয়ে রয়েছে মাদার চাইল্ড হাবে।

আরোও পড়ুন : ‘মেয়ের মাথার দিব্যি কেটে বলেছিল…’, ভোটের আগেই পার্থর ‘গোপন’ কথা ফাঁস করলেন অর্জুন সিং!

এই লিফট মেরামত করার জন্য প্রয়োজন হবে ৭ লক্ষ টাকার কাছাকাছি। প্রয়োজনীয় অর্থের জন্য জলপাইগুড়ি মেডিকেল কলেজের পক্ষ থেকে আবেদন জানানো হয় স্বাস্থ্য দপ্তরের কাছে। অন্যদিকে দুটি লিফট সচল রাখার জন্য প্রয়োজন মোটা অর্থের। সবমিলিয়ে মোটা টাকার ধাক্কা। জানা যাচ্ছে টাকা না আসায় আটকে রয়েছে কাজ।

capture 2024 02 12 18.52.26 1 820x480

মেডিক্যাল কলেজের MSVP ডাক্তার কল্যান খাঁ এই বিষয়ে জানান, দুটি লিফট রয়েছে মাদার চাইল্ড হাবে। তবে এই মুহূর্তে দুটিই খারাপ। স্বাস্থ্য ভবনের কাছে আমরা টাকার জন্য আবেদন জানিয়েছি। আশা করছি স্বাস্থ্য ভবন সেই টাকা মঞ্জুর করবে দ্রুত। রোগীর আত্মীয়দের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ পেয়েছি। এই ব্যাপারে তদন্ত হবে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর