বাংলা হান্ট ডেস্ক: এবার সরকারি হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠল উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকের (Kanchan Mullick) বিরুদ্ধে। ইতিমধ্যেই এই ঘটনায় শুরু হয়েছে বিতর্ক। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, বুধবার দুপুরে “স্কুল অব ট্রপিক্যাল” মেডিসিনে গিয়ে বিভাগীয় প্রধানের সঙ্গে কাঞ্চনের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে। এমনকি, বিষয়টি এতটাই গুরুতর হয়ে যায় যে সেখানে উপস্থিত বাকি রোগীরা প্রতিবাদ করায় হাসপাতাল থেকে বেরিয়ে যান তৃণমূল বিধায়ক।
কাঞ্চনের (Kanchan Mullick) বিরুদ্ধে উঠল গুরুতর অভিযোগ:
তবে, কাঞ্চন (Kanchan Mullick) তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। পাশাপাশি তিনি এটাও জানিয়েছেন যে, সামান্য প্রশ্ন করার পরিপ্রেক্ষিতেই চিকিৎসক মেজাজ হারিয়েছিলেন। জানা গিয়েছে যে, বুধবার দুপুরে কাঞ্চন তাঁর শাশুড়িকে নিয়ে হাসপাতালে গিয়েছিলেন। সেই সময়ে তাঁর স্ত্রী শ্রীময়ীও সঙ্গে ছিলেন।
সূত্রের খবর অনুযায়ী, সেই সময় কাঞ্চন (Kanchan Mullick) তাঁর শাশুড়িকে আগে দেখে দেওয়ার দাবি করেন। কিন্তু, কর্তব্যরত চিকিৎসক জানিয়েছিলেন একটি শিশুকে দেখার পরেই তিনি কাঞ্চনের শাশুড়িকে দেখে দেবেন। আর এই ঘটনাতেই নাকি ক্ষুব্ধ হয়ে যান তৃণমূল বিধায়ক। তারপরেই তিনি চিকিৎসকের সঙ্গে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ করেন সেখানে থাকা অন্যান্য রোগী এবং তাঁদের পরিজনরা।
আরও পড়ুন: তৃণমূল বিধায়কের গাড়ির ধাক্কায় ওড়িশায় মৃত যুবক! তদন্ত শুরু করল পুলিশ
এদিকে, এই ঘটনার প্রসঙ্গে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার অ্যাসোসিয়েশনের একজন সদস্য জানিয়েছেন, কাঞ্চন মল্লিক (Kanchan Mullick) একজন “জনপ্রতিনিধি” হয়েও খারাপ আচরণ করেছেন এবং বিভাগীয় প্রধানকে গালিগালাজ করেছেন। এছাড়াও, কাঞ্চন সংশ্লিষ্ট চিকিৎসককে ট্রান্সফার করে দেওয়ার হুমকি দিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।
আরও পড়ুন: টেবিলে ছাত্রীকে বসিয়ে কী করছেন TMCP নেতা? এবার যোগেশ চন্দ্র চৌধুরী কলেজের ভিডিও ভাইরাল
এমতাবস্থায়, “হেনস্থা”-র শিকার হয়ে চিকিৎসক মেহবাবুর রহমান জানান, “ওনার (Kanchan Mullick) সাথে আমি কোনও দুর্ব্যবহার করিনি। এই ঘটনায় আমার অত্যন্ত খারাপ লেগেছে। আমি ইতিমধ্যেই লিখিতভাবে অভিযোগ জানিয়েছি। উনি কেন রেগে গেলেন সেই কারণ আমি বুঝিনি।” এদিকে, সামগ্রিক ঘটনাটির পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য দফতরে বিষয়টি জানানো হয়েছে বলেও খবর মিলেছে।