রক্ষকই ভক্ষক! বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল খোদ থানার SI-র বিরুদ্ধে, চাঞ্চল্য মুর্শিদাবাদে

Published on:

Published on:

Serious allegations against police officer in Murshidabad.

বাংলা হান্ট ডেস্ক: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল খোদ থানার SI-র বিরুদ্ধে। মূলত, মুর্শিদাবাদের (Murshidabad) সালার থানার SI সুব্রত মন্ডলের বিরুদ্ধে এহেন গুরুতর অভিযোগ এনেছেন এক মহিলা। শুধু তাই নয়, সঠিক বিচারের আশায় তিনি ইতিমধ্যেই দ্বারস্থ হয়েছেন আদালতেরও। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ২০২২ সালের শুরু থেকে SI সুব্রত মন্ডলের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন ওই মহিলা।

মুর্শিদাবাদে (Murshidabad) পুলিশ আধিকারিকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ:

তারপর তাঁরা রেজিনগরে (Murshidabad) লিভ-ইন সম্পর্কে থাকতে শুরু করেন। ২০২৪ সালের অগাস্ট মাস পর্যন্ত তাঁরা সম্পর্কে ছিলেন। কিন্তু, তারপরেই অভিযুক্ত SI অন্য আরেক মহিলার প্রতি অনুরক্ত হয়ে পড়েন বলে দাবি করেছেন ওই মহিলা। এদিকে, SI সুব্রত মন্ডল তাঁকে বিয়ে করতে অস্বীকার করেন বলেও জানান মহিলাটি।

Serious allegations against police officer in Murshidabad.

ঘটনাটির পরিপ্রেক্ষিতে ওই মহিলা সালার (Murshidabad) থানায় গিয়ে বিষয়টি উপস্থাপিত করলেও সেখানকার ওসি কোনও সাহায্য করতে পারবেন না বলেও দাবি করেন তিনি। এদিকে, পুলিশের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকদের জানানো হলেও তিনি কোনও সাহায্য না পাওয়ায় কার্যত বাধ্য হয়েই আইনের দ্বারস্থ হয়েছেন বলে জানিয়েছেন ওই মহিলা।

আরও পড়ুন: সেমিকন্ডাক্টর সেক্টরে দাপট এই ৪ টি কোম্পানির! চমক দেখাবে শেয়ারও, করতে পারে মালামাল

প্রসঙ্গত উল্লেখ্য, যে মহিলা অভিযোগটি করেছেন তিনি ডিভোর্সি। ওই মহিলা বলেন, কয়েকবছর আগে একটি প্রয়োজনে তিনি থানায় (Murshidabad) যান। সেখান থেকেই যোগাযোগ ঘটে SI সুব্রত মন্ডলের সঙ্গে। ধীরে ধীরে প্রেমের সম্পর্কে আবদ্ধ হন তাঁরা। তারপরেই তাঁরা একইসঙ্গে থাকতে শুরু করেন।

আরও পড়ুন: এখনও বজায় উৎসবের মরশুম! আগামী সপ্তাহে ৫ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, দেখুন ছুটির তালিকা

এদিকে, ওই মহিলা আরও দাবি করেছেন যে, আদালতের শুনানিতেও হাজিরা দিচ্ছেন না অভিযুক্ত SI। এমনকি, ফোন এবং মেসেজের মাধ্যমে তিনি বিভিন্ন জায়গা থেকে হুমকি পাচ্ছেন বলেও দাবি করেছেন তিনি। এমতাবস্থায়, ভয় না পেয়ে উপযুক্ত প্রমাণকে সঙ্গে নিয়েই ওই মহিলা আদালতের দ্বারস্থ হয়েছেন। এদিকে, একজন পুলিশ আধিকারিকের (Murshidabad) বিরুদ্ধে এহেন অভিযোগ সামনে আসার পরে স্বাভাবিকভাবেই শুরু হয়েছে সমালোচনার ঝড়।