টাটা গ্রুপের এই কোম্পানি করছে স্বাস্থ্যের ক্ষতি! অভিযোগ সামনে আসতেই পতন শেয়ারের দামে

Published on:

Published on:

Serious allegations were made against this company of Tata Group.
Follow

বাংলা হান্ট ডেস্ক: এবার টাটা গ্রুপের (Tata Group) অন্যতম গুরুত্বপূর্ণ সংস্থা টাটা স্টিলের প্রসঙ্গে একটি বড় আপডেট সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, নেদারল্যান্ডসের ভেলসেন-নূর্ডের বাসিন্দারা টাটা স্টিলের বিরুদ্ধে ১.৪ বিলিয়ন ইউরো (প্রায় ১৪৮ বিলিয়ন টাকা) ক্ষতিপূরণ চেয়ে মামলা করেছেন। তাঁরা অভিযোগ করেছেন যে ওই কারখানা স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্যের ক্ষতি করছে।

টাটা গ্রুপের (Tata Group) এই কোম্পানির বিরুদ্ধে গুরুতর অভিযোগ:

এই প্রসঙ্গে ইতিমধ্যেই গত বৃহস্পতিবার রাতে টাটা স্টিল স্টক এক্সচেঞ্জগুলিকে জানিয়েছে যে নেলসন-নূর্ডের বাসিন্দাদের সমিতি স্টিচটিং ফ্রিস উইন্ড.নু (SFW) হারলেমের নর্থ হল্যান্ড জেলা আদালতে মামলাটি দায়ের করেছে। এক্ষেত্রে, টাটা স্টিল নেদারল্যান্ডস বিভি এবং টাটা স্টিল ইজমুইডেনের বিরুদ্ধে সমন জারি করা হয়েছে বলেও জানা গিয়েছে। এমতাবস্থায়, শুক্রবার BSE-তে টাটা স্টিলের শেয়ারের দাম ০.৫০ শতাংশ কমে ১৬৯.১৫ টাকায় বন্ধ হয়।

Serious allegations were made against this company of Tata Group.

কোম্পানিটি অভিযোগ খারিজ করে দিয়েছে: এদিকে, টাটা স্টিল কোম্পানির কারখানাগুলি স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্যের ঝুঁকি তৈরি করছে এমন অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছে। টাটা স্টিল বলেছে যে SFW অভিযোগের সমর্থনে কোনও প্রমাণ উপস্থাপন করেনি। যার কারণে তাদের দাবির কোনও সত্যতা নেই এবং কেবল কল্পনার ও
পর ভিত্তি করে অভিযোগ আনা হয়েছে।

আরও পড়ুন: অপারেশন সিঁদুরের আতঙ্কে উড়েছে ঘুম! সীমান্তে এবার নয়া পদক্ষেপ পাকিস্তানের

টাটা স্টিল মামলার বিস্তারিত তথ্য শেয়ার করেছে: জানা গিয়েছে যে, ডাচ কালেক্টিভ সেটেলমেন্ট অফ পাবলিক ক্লেইমস অ্যাক্ট (WAMCA) এর অধীনে আবেদনটি দাখিল করা হয়েছে। কোম্পানিটি স্টক এক্সচেঞ্জগুলিকে জানিয়েছে যে, শুনানি ২ টি পর্যায়ে পরিচালিত হয়েছে। প্রথম পর্যায়ে মামলার গ্রহণযোগ্যতা জড়িত এবং দ্বিতীয় পর্যায়ে এর যোগ্যতা বিবেচনা করা জড়িত। উভয় পর্যায়েই ২ থেকে ৩ বছর সময় লাগে। তাই, ভবিষ্যতে (প্রথম পর্যায়ে) আদালতে ক্ষতিপূরণের পরিমাণ বিবেচনা করা হবে না।

আরও পড়ুন: ক্রিকেটের ময়দান থেকে রাষ্ট্রপতি ভবন! ১৪ বছর বয়সী বৈভব সূর্যবংশী পেলেন ‘প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার’

টাটা স্টিল জানিয়েছে যে, তারা SFW-এর দেওয়া নথিগুলি পর্যবেক্ষণ করছে এবং আইনজীবীদের সঙ্গে পরামর্শ করছে। পাশাপাশি, দাবিগুলির সম্ভাব্য প্রভাব মূল্যায়ন করা হচ্ছে বলেও জানিয়েছে সংস্থাটি। এছাড়াও, সংস্থাটি জানিয়েছে যে, তারা সম্পূর্ণরূপে পরিবেশগতভাবে সচেতন এবং পরিবেশগত কার্যক্রমকে অগ্রাধিকার দেয়।