কয়েক দিন আগেই মার্কিন যুক্তরাষ্ট্রে পুলিশি হেফাজতে মৃত্যু ঘটেছে জর্জ ফ্লুয়েডের। তারপর বিশ্বজুড়ে কৃষাঙ্গ বর্ণবাদের বিরুদ্ধে শুরু হয়েছে প্রতিবাদ। কৃষাঙ্গরা বিশ্বের বিভিন্ন প্রান্তে বিভিন্ন সময়ে বর্ণবিদ্বেষের শিকার হয়েছেন এবার ধীরে ধীরে তা প্রকাশ্যে আসছে। আসলে বর্ণবাদ এই মুহূর্তে বিশ্বজুড়ে একটা সমস্যায় পরিণত হয়েছে।
বর্ণবিদ্বেষের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন বিভিন্ন ক্রীড়াবিদরা। তাঁরা জানাচ্ছেন কখন, কিভাবে, কোথায় তারা বর্ণবিদ্বেষের শিকার হয়েছেন। আর এবার বর্ণবিদ্বেষের বিরুদ্ধে মুখ খুললেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার ড্যারেন স্যামি। তিনি জানান ভারতে আইপিএল খেলতে এসে তিনি বর্ণবিদ্বেষের শিকার হয়েছিলেন। জর্জ ফ্লুয়েডের মৃত্যুই যেন আরো অনেক গোপন রহস্য সামনে আনছে।
ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ড্যারেন স্যামি জানিয়েছেন তিনি যখন আইপিএলে হায়দ্রাবাদের হয়ে খেলতেন তখন সতীর্থদের অনেকেই তাকে কালু বলে ডাকতেন। কিন্তু তিনি সেই সময় কালু শব্দের অর্থ বুঝতে পারতেন না, তাই তখন তেমন ভাবে প্রতিবাদ করেননি। এমনকি তাদের অনেকের কাছে তিনি কালু নামেই বেশি পরিচিত ছিলেন। এছাড়াও তাঁর অভিযোগ শ্রীলঙ্কান ক্রিকেটার তিশারা প্যারেরাকেও কালু বলে ডাকা হত। পরে তিনি জানতে পারেন তার গায়ের রং এর জন্যই তাকে ওই নামে ডাকা হত। সেই কারনে কয়েকদিন আগে আইসিসির দৃষ্টি আকর্ষণ করে টুইট করে সামি লিখেছিলেন শুধু আমেরিকাতেই নয় সারা বিশ্বের বিভিন্ন প্রান্তে কৃষ্ণাঙ্গদের ওপর অত্যাচার চালানো হচ্ছে। এমনকি ক্রিকেটেও এমন অনেক ঘটনা ঘটেছে সেটা কি কখনো নজরে পড়ে না আইসিসির কিংবা অন্য কোন ক্রিকেট বোর্ডের?