বাংলাহান্ট ডেস্ক : উত্তরবঙ্গে পর্যটনের ক্ষেত্রে বড় চমক দিতে চলেছে ভারতীয় রেলওয়ে (Indian Railways)। সেবক রংপো রেলপথের প্রায় ৮৫ শতাংশ কাজ শেষ। সব ঠিকঠাক থাকলে ২০২৭ এর শেষের দিকেই এই রুটে ট্রেন চলাচল শুরু হয়ে যাবে বলে রেল সূত্রে খবর। পাশাপাশি আরও দুটি রেল প্রকল্পের জন্যও সমীক্ষা চালানো হচ্ছে বলে খবর।
সেবক রংপো রেলপথ (Indian Railways) নিয়ে বড় আপডেট
উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের প্রধান জনসংযোগ আধিকারিক সিকিমে সংবাদ মাধ্যমকে জানান, সেবক রংপো সংযোগকারী রেলপথের ৮৫ শতাংশ কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে। কাজ বেশ দ্রুত গতিতেই এগোচ্ছে। সব ঠিক থাকলে ২০২৭ এর ডিসেম্বরের মধ্যেই ট্রেন চলাচল শুরু করা সম্ভব বলে জানা গিয়েছে রেলের তরফে।

কী কী থাকছে এই প্রকল্পে: এই রেলপথটি (Indian Railways) ৪৫ কিমি দীর্ঘ হতে চলেছে। তার মধ্যে ৮৬ শতাংশ অংশেই রয়েছে সুড়ঙ্গপথ। এই প্রকল্পে রয়েছে পাঁচটি স্টেশন এবং ২২ টি সেতু। এর মধ্যে ১৯ টি সেতুর নির্মাণ সম্পূর্ণ। আগামী বছরের মধ্যেই বাকি সেতু এবং স্টেশনগুলির কাজ সম্পূর্ণ হবে। এর মধ্যে ৮ এবং ১০ নম্বর সুড়ঙ্গ পথের নির্মাণ কাজ ২০২৭ সালের মধ্যেই শেষ হয়ে যাবে বলে খবর।
আরও পড়ুন : মিটল না মনোমালিন্য, ‘চিরদিনই’ ছাড়লেন দিতিপ্রিয়া! জিতুর বিপরীতে নতুন ‘অপর্ণা’ কে?
আরও দুটি রেলপথের পরিকল্পনা: এছাড়াও আরও দুটি রেল প্রকল্পের বিষয়ে সমীক্ষা চলছে বলে খবর। একটি রেল পথে গ্যাংটকের সঙ্গে সংযুক্ত হবে এবং অন্যটি সংযুক্ত করবে মেলি এবং ডেন্টামকে। রেল সূত্রে পাওয়া খবর অনুযায়ী, দুটি প্রস্তাবিত রেলপথের জন্য জমি অধিগ্রহণের কাজ শুরু হয়েছে। এক বছরের মধ্যে ওই কাজ সম্পূর্ণ হলে ডাকা হবে টেন্ডার। ভারত ভুটান রেলপথে (Indian Railways) যোগাযোগের ক্ষেত্রে ভুটানে কোকরাঝাড়-গেলেফু প্রকল্পের কাজ ২০২৯ সালের মধ্যেই শেষ করার লক্ষ্যমাত্রা নিয়েছে ভারতীয় রেলওয়ে।
আরও পড়ুন : ‘আমার লিভার…’, গুরুতর অসুস্থতা সত্ত্বেও মুখের হাসি অমলিন, আবার কী হল ‘মিঠাই’ সৌমিতৃষার?
স্টেশনগুলিকেও ঢেলে সাজানো হচ্ছে। উত্তর পূর্বাঞ্চলীয় ৬০ টি স্টেশন এবং উত্তর পূর্বাঞ্চলীয় রেলওয়ের অধীনে ৯২ টি স্টেশনে আধুনিকীকরণের কাজ চলছে। যাত্রী পরিষেবা উন্নত করার পাশাপাশি উন্নত পার্কিংয়ের ব্যবস্থা, ওয়েটিং রুম, সার্কুলেটিং এরিয়ার পরিকল্পনা করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থার দিকেও দেওয়া হচ্ছে বিশেষ নজর। কন্ট্রোল রুম, ২৪ ঘন্টা নজরদারি সহ উন্নত সিসিটিভি নেটওয়ার্ক এবং প্যানিক বাটনও থাকছে। এই বাটন চাপলেই স্বয়ংক্রিয় ভাবে ক্যামেরা ফিডকে ফোকাসে আনার ব্যবস্থা থাকছে।












