একসঙ্গে বিষ খেলেন বেসরকারি সংস্থার সাত কর্মী! চাকরি যাওয়ায় নিয়েছিলেন করুণ সিদ্ধান্ত

বাংলাহান্ট ডেস্ক : মধ্যপ্রদেশের ইন্দোরের পরদেশীপুর থানা এলাকার কাছে অবস্থিত একটি বেসরকারি সংস্থায় কর্মরত সাত কর্মী বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। বৃহস্পতিবার সকালে কর্মচারীদের একই সঙ্গে বিষাক্ত পদার্থ খেয়ে ফেলার খবর প্রকাশ্যে আসতে রীতিমত চাঞ্চলের পরিবেশ সৃষ্টি হয় বেসরকারি সংস্থাটির অন্দরে।

জানা যাচ্ছে , কোম্পানিটি সম্প্রতি সাতজন কর্মীকে বরখাস্ত করেছে। আর সেই কারণেই তারা এই পদক্ষেপ নিয়েছে। বর্তমানে, সমস্ত কর্মচারীকে ইন্দোরের এমওয়াই হাসপাতালে ভর্তি করা হয়েছে, সেখানে তাদের চিকিৎসা চলছে।

যারা আত্মহত্যার চেষ্টা করেছেন তাদের মধ্যে রয়েছেন জামনাধর বিশ্বকর্মা, দীপক সিং, রাজেশ মেমোরিয়া, দেবীলাল কারেদিয়া, রবি কারেদিয়া, জিতেন্দ্র ধমনিয়া, শেখর ভার্মা। ঘটনার পর থেকে কোম্পানির মালিক রবি বাফনা ও পুনীত আজমেরা নিখোঁজ। পরদেশীপুর থানা পুলিশ মামলার তদন্ত করছে।পুলিশ জানিয়েছে, সকলের অবস্থা আশঙ্কাজনক।

SUICIDE 2 1

কোম্পানির এক কর্মচারী জানান, মালিক আমাদের পুরাতন কোম্পানি থেকে বের করে দিয়ে বুধবার বনগঙ্গায় অবস্থিত অন্য একটি কোম্পানিতে কাজে যেতে বলেন। আমাদের পুরনো জায়গায় কাজ করার জন্য দিল্লি, মুম্বাই, কলকাতা থেকে নতুন লোক আনা হয়েছিল এবং আমাদের চাকরিচ্যুত করা হয়েছিল। আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিলাম এখন আর কারো বাড়িতে হেঁটে যাওয়া যাবে না, তাই এই পদক্ষেপ নিলাম।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর