সাত মাথা ওয়ালা সাপের খোলস উদ্ধার হলো কনকপুড়ে, ভিডিও দেখে অবাক অনেকেই

বাংলা হান্ট ডেস্ক:কর্ণাটকের কনকপুর।বুধবার সকালে এখানেই পাওয়া গেছে এক অদ্ভুত দর্শন সাপের খোলস, যাতে স্পষ্ট দেখা যাচ্ছে সাপের সাতটি মাথা।সেই সাপের খোলস এর সুবাদে কনকপুরা এখন দর্শনীয় স্থান। কোনও দেব-দেবীর অস্তিত্ব না বরং এই সাপের খোলস দেখার জন্য ভিড় করেছে মানুষ। একটি সর্বভারতীয় সংবাদপত্রের টুইটার হ্যান্ডলে এর একটি ভিডিয়ো প্রকাশ পেয়েছে। যেখানে দেখা গেছে এই সাপের খোলস।এখানকার মানুষের বিশ্বাস, এই জায়গায় বিশেষ কোনও শক্তি রয়েছে,আরও একবার তারই প্রমাণ দিল এই সাত মাথাওয়ালা সাপের খোলস।তবে এই শক্তি যে ঠিক কিসের তা বলা যায়না।

IMG 20191011 184729

খবর ছড়িয়ে পড়তে বেশি সময় নেয় না।আর এমন অদ্ভুত খবর শুনে আশেপাশের মানুষ দ্রুত ভিড় জমাতে শুরু করেন সেখানে। খোলসটি পাওয়া গিয়েছে মন্দির থেকে মাত্র ১০ ফুট দূরে।হিন্দু পুরানে  সাত মাথাওয়ালা সাপের উল্লেখ রয়েছে যা নির্দেশ করে কোনো বিশেষ আদি শক্তিকে। আবার কর্নাটকে এই সাপের খোলসটি একটি মন্দিরের কাছে পাওয়া গিয়েছে। সেই খবর ছড়িয়েপড়ার পর ওই গ্রামে তিলধারণের জায়গা থাকছে না। সবাই একবার এই সাত মাথাওয়ালা সাপের খোলস দেখতে চাইছেন। পৃথিবীতে এখনও তিনের বেশি মাথাওয়ালা কোনও প্রাণীর দেখা না মেলায় কর্নাটকের এই সাত মাথাওয়ালা খোলসটি নিয়ে আরও তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।সংবাদপত্রের টুইটার হ্যান্ডলে ২৯ সেকেন্ডের ভিডিয়োটি পোস্ট হতেই ভাইরাল হয়ে যায়। প্রচুর মানুষ ভিডিয়োটি শেয়ার করেছেন। ইতিমধ্যেই ভাইরাল সেই ভিডিও।আর মানুষ ক্রমাগত ভির করে চলেছে সেই দৃশ্য দেখার জন্য। তবে প্রাণীটির খোজ এখনও মেলেনি।

 

 

সম্পর্কিত খবর