বাংলা হান্ট ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রে (USA) আবারও বন্দুকবাজের হামলা! যার জেরে প্রাণ হারিয়েছেন অন্তত ২২ জন। আহত হয়েছেন আরও ৫০ জনের বেশি। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, বুধবার মাঝরাতে দিকে আমেরিকার মেইন রাজ্যের লুইস্টন (Lewiston) এলাকায় এলোপাথাড়ি গুলি চালানো হয়। মেইনের সবচেয়ে বড় শহর পোর্টল্যান্ডের থেকে মাত্র ৩৫ কিলোমিটার দূরে ঘটনাটি ঘটেছে।
রাইটার্স জানিয়েছে, অ্যান্ড্রোসকগিন কাউন্টি শেরিফের অফিসের সামনে হামলাকারীকে রাইফেল হাতে ঘোরাঘুরি করতে দেখা যায়। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। তবে তাকে গ্রেফতার করা যায়নি।
আততায়ীর ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হতেই বিবৃতি দিয়েছেন স্থানীয় কাউন্টির শরিফ। হামলাকারীকে চিহ্নিত করে তার সম্পর্কে পুলিশকে তথ্য দিতে নাগরিকদের কাছে আহ্বান জানিয়েছেন তিনি। যদিও ওই ব্যক্তি কেন এলোপাথাড়ি গুলি চালালো তা নিয়ে এখনও পর্যন্ত কোনও স্পষ্ট খবর পাওয়া যায়নি।
বন্দুকবাজের হামলার পরই রক্তাক্ত এবং গুলিবিদ্ধ অবস্থায় বহু মানুষকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতালের জারি করার বিবৃতিতে বলা হয়েছে, ‘গণহত্যার (Mass Killing) ঘটনা ঘটেছে’।
সান জার্নালের তরফে জানানো হয়েছে, হামলাকারী বোলিং অ্যালি নামের একটি রেস্তোরাঁ (Restaurant) ও ওয়ালমার্টের স্টোরে নির্বিচারে গুলি চালায়। ঘটনাস্থলেই অনেকে লুটিয়ে পড়েন। গুলির শব্দ পেয়ে সেখানে জরুরি ভিত্তিক কর্মীরা ছুটি আসেন। ততক্ষণে অবশ্য সেখান থেকে হামলাকারী পালিয়ে যায়।
এদিকে আততায়ীকে খুঁজছে মার্কিন পুলিশ। উল্লেখ্য, আমেরিকার মেইন রাজ্যের দ্বিতীয় বৃহত্তম শহর হল লুইস্টন। আর সেখানে এইভাবে গুলি (Shootout) চালানোর ঘটনায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। নিরাপত্তায় ভুগছেন স্থানীয় বাসিন্দারা।