‘পলাতক রাজ্যের বেশ কয়েকজন সাংসদ, বিধায়ক’, রিপোর্ট শুনেই হতবাক সুপ্রিম কোর্টের আইনজীবী

বাংলাহান্ট ডেস্কঃ বিধায়ক ও সাংসদদের উপরে চলা মামলাগুলি কী অবস্থায় চলছে, তা নিয়ে মামলা চলছিল সুপ্রিম কোর্টে (Supreme Court)। এই বিষয়ে স্বতঃপ্রণোদিত মামলা করে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এই ঘটনায় রাজ্যে এই মামলাগুলো ঠিক কি পর্যায়ে রয়েছে, তা নিয়ে অভ্যন্তরীণ রিপোর্ট দেন রেজিস্ট্রার জেনারেল।

মামলাগুলো পর্যায় ব্যাখ্যা করতে গিয়ে রেজিস্ট্রার জেনারেল জানান, বারাসাত থেকে বিধাননগরে এমপি-এমএলএদের কোর্ট সরে আসার কারণে মামলাগুলো খুবই ধীর গতিতে চলছে। যেখানে কর্মী থাকার কথা ৯ জন, সেখানে রয়েছেন মাত্র ৪ জন। সঙ্গে অনুপস্থিত বিশেষ সরকারি আইনজীবীও।

1543405908 SUPREME COURT OF INDIA

এরপরই রেজিস্ট্রার জেনারেল জানান, বেশ কয়েকজন সাংসদ, বিধায়ক পলাতক থাকায় মামলা এখনও শুরুই করা সম্ভব হয়নি। আর এই বিষয়টা শুনে হতবাক হয়ে যান রাজ্যের মুখ্য সরকারি আইনজীবী শাশ্বতগোপাল মুখোপাধ্যায়। তিনি পাল্টা প্রশ্ন করেন, ‘রাজ্যের সাংসদ, বিধায়করা কিভাবে পলাতক হতে পারেন?’

এই ঘটনায় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, দ্রুতই রাজ্য ও কেন্দ্রকে এই রিপোর্ট পাঠাতে হবে এবং দায়িত্ব দেওয়া হয় রেজিস্ট্রার জেনারেল বিভাগের উপর। এই মামলার পরবর্তী শুনানির দিন নির্ধারন করা হয়েছে ৯ ই আগস্ট। আর এই সময়ের মধ্যে মামলাগুলির দ্রুত শুনানির জন্য যা যা করণীয়, তা কেন্দ্র ও রাজ্য সরকারকে হলfনামার মাধ্যকে আদালতকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।

Smita Hari

সম্পর্কিত খবর