মোবাইল প্রেমীদের জন্য সুখবর! নতুন বছরে বাজার কাঁপাবে একাধিক দুর্ধর্ষ স্মার্টফোন, সামনে এল দিনক্ষণ

বাংলা হান্ট ডেস্ক: বর্তমানের টেকনির্ভর যুগে মোবাইল (Mobile) ব্যবহার করেন না এমন ব্যক্তি রীতিমতো খুঁজে পাওয়াই মুশকিল। আমাদের দৈনন্দিন জীবনের এটি গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে উঠেছে এই ডিভাইস। এমতাবস্থায়, যুগের সাথে তাল মিলিয়ে একের পর এক দুর্ধর্ষ মোবাইল বাজারে আনছে প্রস্তুতকারী সংস্থাগুলি। এমতাবস্থায়, আগামী বছরের প্রথমেও লঞ্চ হতে চলেছে একাধিক স্মার্টফোন (Smartphone)। তাই আপনিও যদি নতুন বছরের শুরুতে এটি ভালো স্মার্টফোন কিনতে চান সেক্ষেত্রে এই প্রতিবেদনটি আপনার জন্য গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হবে।

মূলত, 2024 সালের জানুয়ারি মাসেই লঞ্চ হতে চলেছে এই স্মার্টফোনগুলি। যার মধ্যে রয়েছে OnePlus থেকে শুরু করে Xiaomi এবং Vivo-র মতো সংস্থাগুলির স্মার্টফোন। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল ওই ফোনগুলির প্রত্যেকটিতে উপলব্ধ রয়েছে চমকপ্রদ ফিচার্স। চলুন, জেনে নিই ফোনগুলি সম্পর্কে বিস্তারিত তথ্য।

1. Xiaomi Redmi Note 13: প্রথমেই আমরা জানাবো Xiaomi Redmi Note 13 সিরিজ লঞ্চের বিষয়ে। আগামী বছরের একদম প্রথম দিকেই এই সিরিজ লঞ্চ হবে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, Xiaomi Redmi Note 13 সিরিজে থাকবে তিনটি মডেল। সেগুলি হল, Redmi Note 13, Redmi Note 13 Pro এবং Redmi Note 13 Pro Plus। পাশাপাশি এই ফোনে MediaTek Dimensity 7200 প্রসেসরের সাপোর্ট ছাড়াও 5000 mAh-এর ব্যাটারি থাকবে বলেও জানা গিয়েছে। উল্লেখ্য যে, Xiaomi Redmi Note 13 সিরিজ আগামী 4 জানুয়ারি লঞ্চ হবে।

আরও পড়ুন: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! এই কেন্দ্রীয় সংস্থায় নিয়োগের জন্য জারি বিজ্ঞপ্তি, এভাবে করুন আবেদন

2. OnePlus 12: আগামী বছরের প্রথম মাসেই OnePlus তার পরবর্তী ফোন লঞ্চ করতে চলেছে। যেটির নাম হল OnePlus 12। এই ফোনটি ভারতে 23 জানুয়ারি লঞ্চ হবে। জানিয়ে রাখি যে, ফোনটি ইতিমধ্যেই চিনে লঞ্চ হয়ে গিয়েছে। তাই এটির ফিচার্স ইতিমধ্যেই সামনে এসেছে। জন্য গিয়েছে OnePlus 12-এ একটি 6.8-ইঞ্চির AMOLED ডিসপ্লে উপলব্ধ থাকবে এবং ফোনটিতে Snapdragon 8 Gen 3 চিপসেটও প্ৰদান করা হয়েছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, ফোনটিতে 50MP-র ক্যামেরা উপলব্ধ থাকার পাশাপাশি থাকবে 100W-এর ফাস্ট চার্জিং সাপোর্ট এবং 50W-এর ওয়্যারলেস চার্জিং সাপোর্ট।

আরও পড়ুন: এবার প্রতি শনিবার বন্ধ থাকবে ব্যাঙ্ক? সামনে এল বড় আপডেট

3. Vivo X100 সিরিজ: নতুন বছরে বড় চমক আনতে চলেছে Vivo। ইতিমধ্যেই সংস্থার তরফে একটি টিজার পেশ করা হয়েছে। যেখানে কোম্পানি Vivo X100 সিরিজ লঞ্চের বিষয়ে ইঙ্গিত দিয়েছে। এর মানে হল খুব শীঘ্রই ওই সংস্থা তাদের নতুন ফ্ল্যাগশিপ সিরিজ লঞ্চ করবে। এমতাবস্থায়, অনুমান করা হচ্ছে এটি আগামী বছরের জানুয়ারিতে লঞ্চ হতে পারে । উল্লেখ্য যে, এই সিরিজের ফোনে MediaTek Dimensity 9300 চিপসেট থাকবে এবং 1 ইঞ্চির বায়োনিক সেন্সরও উপলব্ধ হবে।

Several new smartphones will be launched in the new year

4. OnePlus 12R: OnePlus 12-এর সাথে OnePlus 12R-ও লঞ্চ করবে সংস্থাটি। আগামী 23 জানুয়ারি ফোনটি উপস্থাপন করা হবে। ফোনটির ফিচার এবং স্পেক্স সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর