LPG থেকে GST! নভেম্বরেই বদল একাধিক নিয়মে, এখনই না জানলে পড়বেন দুর্ভোগে

বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই চলতি মাসের একদম শেষ প্রান্তে এসে উপস্থিত হয়েছি আমরা। এমতাবস্থায়, আগামী সপ্তাহেই আমরা পদার্পণ করব চলতি বছরের একাদশ মাস অর্থাৎ নভেম্বরে (November)। এদিকে, নভেম্বর মাসেও বজায় থাকবে উৎসবের মরশুম। এমন পরিস্থিতিতে, আগামী মাসে একাধিক গুরুত্বপূর্ণ নিয়মে বদল আসতে চলেছে। যা সরাসরি প্রভাব ফেলবে সাধারণ মানুষের পকেটে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, আগামী মাসে GST-র ক্ষেত্রে পরিবর্তন এবং LPG গ্যাস সিলিন্ডারের দামের আপডেট সহ মোট ৫ টি নিয়মে পরিবর্তন হতে চলেছে। এমতাবস্থায়, বর্তমান প্রতিবেদনে আজ আমরা এই ৫ টি নিয়ম বদলের প্রসঙ্গ উপস্থাপিত করছি।

১. হতে পারে LPG-র দামে পরিবর্তন: জানিয়ে রাখি যে, প্রতি মাসের শুরুতেই তেল সংস্থাগুলি LPG গ্যাস সিলিন্ডারের দাম আপডেট করে। সেই রেশ বজায় রেখেই আগামী মাসেও গ্যাসের দামে পরিবর্তন আসতে পারে। এমনিতেই আগের মাসে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম সস্তা হয়েছিল। এমতাবস্থায়, উৎসবের মরশুমে সাধারণ মানুষের কথা মাথায় রেখে গ্যাস সিলিন্ডারের দাম আরও কমে কি না, সেদিকেই নজর রয়েছে প্রত্যেকের।

২. GST-র ক্ষেত্রে পরিবর্তন: এক্ষেত্রে যাঁদের ব্যবসার টার্নওভার ১০০ কোটি টাকা বা তার বেশি রয়েছে, তাঁদের জন্য আগামী ১ নভেম্বরের পরে ৩০ দিনের মধ্যে ই-চালান পোর্টালে GST চালান আপলোড করা বাধ্যতামূলক করা হয়েছে। ইতিমধ্যেই GST কর্তৃপক্ষের তরফে আগামী সেপ্টেম্বর মাসে এই তথ্য জানানো হয়েছিল। এক্ষেত্রে শীঘ্রই এই চালান আপলোড করতে হবে। নাহলে পরবর্তীকালে জরিমানার সম্ভাবনাও রয়েছে।

আরও পড়ুন: উচ্চ মাধ্যমিক পাশেই চাকরির দুর্দান্ত সুযোগ! জারি হল বিজ্ঞপ্তি, এভাবে করুন আবেদন

৩. অ্যামাজন কিন্ডলের নিয়মে হচ্ছে পরিবর্তন: যাঁরা অ্যামাজন কিন্ডলে ব্যবহার করছেন তাঁদের জন্য এই খবরটি গুরুত্বপূর্ণ। ইতিমধ্যেই অ্যামাজনের তরফে জানানো হয়েছে যে, আগামী ১ নভেম্বর থেকে তারা কিন্ডলেতে সাপোর্টেড কিছু ফাইল রিমুভ করছে। এর মধ্যে রয়েছে MOBI (.mobi, azw, .prc) ফাইলগুলি। এমতাবস্থায়, যে সমস্ত ব্যবহারকারী MOBI ফাইল লেনদেন বা ব্যবহারে অভ্যস্ত তাঁরা সমস্যার সম্মুখীন হতে পারেন।

আরও পড়ুন: উৎসবের আবহে দুর্ভোগের আশঙ্কা! নভেম্বরে ১৫ দিন বন্ধ থাকছে ব্যাঙ্ক, এখনই সেরে রাখুন প্রয়োজনীয় কাজ

৪. শেয়ার বাজারে বাড়তে চলেছে খরচ: বম্বে স্টক এক্সচেঞ্জ চলতি মাসের ২০ তারিখে একটি বড় ঘোষণা করেছিল। যেখানে জানানো হয় যে, আগামী ১০ নভেম্বর থেকে ইক্যুইটি ডেরিভেটিভ সেগমেন্টে লেনদেনের ফি বৃদ্ধি করা হবে। তবে, এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেন অনেকে। অধিকাংশজন জানান, এই সিদ্ধান্ত খুচরো বিনিয়োগকারী এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের উপর নেতিবাচক প্রভাব ফেলবে। তবে, বিরোধিতা সত্বেও এই চার্জ বহাল রাখা হয়েছে।

Several rules are changing in November

৫. নতুন নিয়ম ল্যাপটপ আমদানিতে: উল্লেখ্য যে, সরকার আগামী ৩০ অক্টোবর পর্যন্ত ৮৭৪১ ক্যাটেগরির ল্যাপটপ, ট্যাবলেট ও পার্সোনাল কম্পিউটারের আমদানির ক্ষেত্রে ছাড় দিয়েছিল। কিন্তু, আগামী মাস থেকে এই নিয়মের কি হবে এই বিষয়ে কোনো তথ্য এখনও সামনে আসেনি। এমন পরিস্থিতিতে, এই ছাড়ের সময়সীমা আদৌ বৃদ্ধি করা হতে পারে কিনা, এই বিষয়ে জল্পনা শুরু হয়েছে। যদিও, আগামী ১ নভেম্বর থেকে আমদানির জন্য করা নতুন আইন কার্যকর হতে পারে বলেও অনুমান করা হচ্ছে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর