অবাক কাণ্ড! এই সরকারী প্রকল্পের সর্বাধিক সুবিধা পেয়েছেন খৈনিপ্রেমী এবং ধূমপায়ীরা, চমকে দেবে পরিসংখ্যান

বাংলা হান্ট ডেস্ক: আমাদের দেশে বিপুল সংখ্যক মানুষ তামাকজাত দ্রব্য সেবন করেন। এর মধ্যে খৈনি (Khaini) ও বিড়ির (Beedi) ব্যবহার সবথেকে বেশি পরিলক্ষিত হয়। ঠিক এই আবহেই এবার একটি অত্যন্ত চাঞ্চল্যকর পরিসংখ্যান সামনে এসেছে। মূলত, ICMR এবং দিল্লির AIIMS-এর সাম্প্রতিক গবেষণায় উঠে আসা তথ্য ইতিমধ্যেই অবাক করেছে সবাইকে। সেখানে বলা হয়েছে যে, দেশের প্রায় ১৪ কোটি মানুষ নিয়মিত খৈনি খান এবং প্রায় ১০ কোটি মানুষ বিড়ির মাধ্যমে ধূমপান করেন।

তবে, এই গবেষণায় আরও একটি চমকপ্রদ বিষয় উঠে এসেছে। সেটি হল, যাঁরা নিয়মিত খৈনি খান কিংবা ধূমপান করেন তাঁরা দেশের প্রতিটি অংশে কেন্দ্রীয় সরকার পরিচালিত একটি সরকারি প্রকল্প থেকে সবচেয়ে বেশি উপকৃত হয়েছেন। উল্লেখ্য যে, ICMR এবং AIIMS-এর রিপোর্ট থেকে জানা গিয়েছে, দেশের প্রায় ২৮ শতাংশ মানুষ তামাকজাত দ্রব্য সেবন করেন। যার মধ্যে সর্বোচ্চ ১১ শতাংশ ব্যক্তি খৈনি খান এবং ৮ শতাংশ ব্যক্তি বিড়ির মাধ্যমে ধূমপান করেন। এদিকে, যাঁরা তামাক সেবন করেন তাঁদের মধ্যে পুরুষের সংখ্যা ৪২.৪ শতাংশ। যা মহিলাদের তুলনায় ১৪.২ শতাংশ বেশি। এই কারণে ওই নির্দিষ্ট সরকারি প্রকল্পের সুবিধা গ্রহণকারীদের মধ্যে পুরুষরা শীর্ষে রয়েছেন।

Those who consume tobacco products are the maximum beneficiaries of this government scheme

এই সরকারি প্রকল্পের সুবিধা নিয়েছেন: ICMR-এর গবেষণায় দেখা গেছে যে, কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত প্রকল্প, যেটি মানুষকে বিনামূল্যে চিকিৎসা প্রদান করে, সেটি সারা দেশে গুরুতর রোগে আক্রান্ত রোগীদের জন্য খুবই উপকারী হিসেবে বিবেচিত হয়েছে। এদিকে,উল্লেখযোগ্য বিষয় হল, এই প্রকল্পের সর্বোচ্চ সুবিধা যাঁরা খৈনি খান বা বিড়ির মাধ্যমে ধূমপান করেন তাঁরাই নিয়েছেন। অর্থাৎ, আয়ুষ্মান ভারত প্রকল্পের ৭০ শতাংশ সুবিধাভোগী তামাকজাত দ্রব্য সেবন করেন। মূলত, এই প্রকল্পে তামাকের কারণে মুখের ক্যান্সারের সর্বাধিক চিকিৎসা করা হয়েছে।

আরও পড়ুন: উচ্চ মাধ্যমিক পাশেই চাকরির দুর্দান্ত সুযোগ! জারি হল বিজ্ঞপ্তি, এভাবে করুন আবেদন

দেশে প্রতিদিন ২,০০০ মানুষের মৃত্যু হয়: এই প্রসঙ্গে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সের রেডিওডায়াগনসিস এবং ইন্টারভেনশনাল রেডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডঃ অমরিন্দর সিং মালহি জানিয়েছেন যে, গবেষণা অনুসারে, ভারতে প্রতিদিন ২,০০০ জন মানুষ তামাকের প্রতি আসক্তির কারণে সৃষ্ট রোগের কারণে প্রাণ হারান। এই সংখ্যাটি বার্ষিক ভিত্তিতে হল ১৩ লক্ষ। যা টিবি, ম্যালেরিয়া বা এইচআইভি এইডসের কারণে মৃত্যুর চেয়েও বেশি। তা সত্বেও মানুষ তামাক সেবন করতে দ্বিধাবোধ করে না।

আরও পড়ুন: উৎসবের আবহে দুর্ভোগের আশঙ্কা! নভেম্বরে ১৫ দিন বন্ধ থাকছে ব্যাঙ্ক, এখনই সেরে রাখুন প্রয়োজনীয় কাজ

সরকার প্রচুর খরচ করছে: এছাড়াও, ডাঃ মালহি আরও জানিয়েছেন যে, ভারতে তামাক ব্যবহার বন্ধ করা উচিত। ICMR-এর সমীক্ষা থেকে স্পষ্ট হয়েছে যে, সরকার তামাক থেকে যতটা রেভিনিউ পাচ্ছে তার চেয়ে বেশি ব্যয় হেল্থকেয়ার স্বাস্থ্যসেবাতে করতে হচ্ছে। উল্লেখ্য যে, সরকার তামাক সেবনের ফলে সৃষ্ট রোগের চিকিৎসায় ২৭০ বিলিয়ন টাকা ব্যয় করছে। যেখানে তামাকজাত দ্রব্য থেকে আয়ের পরিমাণ এই খরচের নিরিখে মাত্র ২৫.৯ শতাংশ।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর