অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে পাওয়া গেল দুটি ‘সেক্স টয়’ ও একটি ‘P’ লেখা আংটি

বাংলাহান্ট ডেস্ক : অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) ফ্ল্যাটে টাকার পাহাড়। পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) ঘনিষ্ঠ অর্পিতার ফ্ল্যাটে পাওয়া গিয়েছে ২৭ কোটি ৯০ লক্ষ টাকা, হিরে, সোনা সহ প্রায় ৪০ কোটি টাকার সম্পত্তি। এছাড়া এই মুহুর্তে পাওয়া খবরে জানা যাচ্ছে বেলঘরিয়ার ফ্ল্যাটে পাওয়া গেল দুটি ‘সেক্স টয়’ (Sex Toy)। জানা যাচ্ছে একটি আংটিও পাওয়া গেছে অর্পিতার ফ্ল্যাট থেকে। ওই আংটি লেখা আছে ”P” অক্ষর। ”P” মানে পার্থ চট্টোপাধ্যায় বলেই অনুমান করছেন ইডির আধিকারিকরা।

বেলঘড়িয়ার ফ্ল্যাটে তল্লাশির পরে উদ্ধার হওয়া টাকা এবং গয়না নিয়ে ইডির তালিকা বলছে, বেলঘড়িয়ার ফ্ল্যাট থেকে মোট ২৭ কোটি ৯০ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। ২,০০০ এবং ৫০০ -র নোটে রাখা ছিল এই সমস্ত টাকা। মোট ৪ কোটি ৩১ লক্ষ টাকা মূল্যের সোনা উদ্ধার হয়েছে। এর মধ্যে ১ কেজি করে ৩টি সোনার বিস্কুট এবং ৫০০ গ্রামে ৬টি গয়না-সহ রয়েছে অন্যান্য সামগ্রীও। এর পাশাপাশি একটি সোনার পেনও উদ্ধার করেছে ইডি। সেই সঙ্গে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্রেরও হদিশ মিলেছে বলে জানাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।

টাকা ২৭ কোটি ৯০ লক্ষ
সোনা ৪ কোটি ৩১ লক্ষ
সোনার বিস্কুট ৩টে
সোনার পেন ১টি

অপরদিকে জানা যাচ্ছে, ইডির জেরার মুখে একের পর এক বিস্ফোরক তথ্য দিয়ে চলেছেন অর্পিতা মুখোপাধ্যায়। বিশেষ সূত্র মারফত জানা গিয়েছে যে ইডির আধিকারিকদের কাছে অর্পিতা মুখোপাধ্যায় দাবি করেছেন যে উদ্ধার হওয়া সমস্ত টাকা পার্থ চট্টোপাধ্যায়েরই। ফ্ল্যাটে পার্থ চট্টোপাধ্যায় নাকি মাঝে মাঝে গিয়ে টাকা রেখেও আসতেন। কত টাকা রাখছেন তা জানতেন না বলেই দাবি করেছেন অর্পিতা। এমনটাই জানাচ্ছে ইডির বিশেষ সূত্র। আদালতের নির্দেশে আগামী ৩রা আগস্ট পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায় দুজনেই রেয়েছেন সিজিও কমপ্লেক্সে ইডির হেফাজতে। দফায় দফায় জেরা চলছে তাদের।


Sudipto

সম্পর্কিত খবর