বাংলাহান্ট ডেস্ক: ভাইরাল গানের (Viral Song) যুগ চলছে এখন। নেটদুনিয়ার দৌলতে প্রায়ইদিনই কেউ না কেউ ভাইরাল হচ্ছে। আমজনতা থেকে নামী সুরকার সকলেই ব্যস্ত তাৎক্ষণিক প্রচার পেতে। আর রাতারাতি খবরের শিরোনামে আসার জন্য ভাইরাল গানের জুড়ি নেই। কিন্তু এতে যে আখেরে গান নির্মাতাদেরই ক্ষতি হচ্ছে তা কেউ বুঝছে না। এই ট্রেন্ড সর্বস্ব সুরকার, গায়কদের বিরুদ্ধে এবার ক্ষোভ উগরে দিলেন শান (Shaan)।
বলিউডে বহু বছর ধরে রয়েছেন বাঙালি গায়ক। উপহার দিয়েছেন অগুন্তি সুপারহিট গান। কিন্তু বর্তমানের ভাইরাল গানের ট্রেন্ড তাঁর একেবারেই না পসন্দ। তিনি নিজে কখনো এমন দ্রুত খ্যাতির জন্য ভাইরাল গান বানাবেন না, স্পষ্ট জানিয়েছেন শান। তরুণ প্রজন্মের শিল্পীদের প্রতি তাঁর পরামর্শ, ক্রীতদাস হয়ে যেও না।
সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে শান বলেন, “আমি শুধু এমন গান বানাতে পারব না যা ৩০ সেকেন্ডে ভাইরাল হয়ে যাবে আর সবার মাথায় গেঁথে যাবে। আমাদের মতো শিল্পীদের কাছে এসব চালাকি খুব চেনা। কিন্তু এসব করে লাভটা কী হবে? আরো একটা সাধারন মানের গান বানিয়ে ভবিষ্যতে নিজের শিল্পী সত্ত্বাটাকেই ধ্বংস করে ফেলা হচ্ছে। কেউ তখন আর এসব শুনবে না। সিস্টেমের ক্রীতদাস হয়ো না। একই ধরনের গান বানানো মানে নিজের আত্মা বিক্রি করে দেওয়া।”
সাম্প্রতিক সময়ের মূল সমস্যাটা তুলে ধরেছেন শান। সেটা হল সোশ্যাল মিডিয়া। ভার্চুয়াল জগতে খ্যাতি ধরে রাখার জন্য, নিজের ভিডিওতে ভিউ, লাইক বাড়ানোর জন্য রীতিমতো চাপের মুখে পড়ছেন তরুণ শিল্পীরা। কিন্তু শানের প্রশ্ন, কতদিন পর্যন্ত মানুষের মন জুগিয়ে চলতে হবে? অন্যদের থেকে আলাদা কিছু করলে তবেই না নিজস্ব একটা পরিচয় তৈরি হবে।
শানের মতে, সোশ্যাল মিডিয়ায় এখন যে মিউজিক ভিডিওতে লাইক ভিউ সবথেকে বেশি সেটাই হিট বলে মানা হয়। আর গানের সংস্থাগুলিও সেই নিয়ম মেনেই চলছে। কিন্তু এতে ‘ভাইরাল’ শিল্পীদের ভবিষ্যৎটা কোথায় গিয়ে দাঁড়াবে সেটা নিয়েই চিন্তিত শান।