গান গাওয়ার ক্ষমতা নেই আর, পেট্রোপণ‍্যের মূল‍্যবৃদ্ধি নিয়ে মুখ খোলায় আক্রমণের মুখে শান

বাংলাহান্ট ডেস্ক: পেট্রোপণ‍্যের (petroleum) মূল‍্যবৃদ্ধি নিয়ে মুখ খোলায় ট্রোলের (troll) সম্মুখীন হতে হল বাঙালি গায়ক শানকে (shaan)। পেট্রোপণ‍্যের লাগাতার মূল‍্যবৃদ্ধি নিয়ে ক্ষোভ জমা হচ্ছে গোটা দেশে। কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিতে দেখা যাচ্ছে বিরোধী রাজনৈতিক দলগুলিকে। এবার এই প্রসঙ্গেই সরব হলেন শান।

সম্প্রতি টুইট করে গায়ক প্রশ্ন করেন, পেট্রোল ডিজেলের উপর জিএসটি কেন বসছে না? কেন্দ্র রাজ‍্য পেট্রোপণ‍্যের উপর অতিরিক্ত কর কেন চাপাচ্ছে? এর কোনো যু্ক্তি আছে? দয়া করে আমাকে কেউ বুঝতে সাহায‍্য করুন।

Shaan songs

শানের এই টুইটের উত্তরেই এক মহিলা তাঁকে কটাক্ষ করে লেখেন, ‘গান গাওয়ার ক্ষমতাই হারিয়ে ফেলেছেন আপনি। গানের দিকেই মন দিন না। যেটা বোঝেন না সেটা নিয়ে কথা বলতে যাবেন না।’ পালটা উত্তর দিতে পিছপা হননি শান। এমনিতে সবসময় হাসি খুশি থাকলেও আচমকা আক্রমণে মেজাজ হারান শান। সপাটে উত্তর দিয়ে তিনি লেখেন, ‘আমি প্রশ্ন করেছি যাতে কেউ আমাকে বোঝাতে পারে। আর আপনি সঙ্গীত সম্পর্কে কি বোঝেন যে আমাকে বলছেন আমার গান গাওয়ার দক্ষতা হারিয়ে গিয়েছে?’

শানের এই উত্তর মুহূর্তে ভাইরাল হয়ে যায় সোশ‍্যাল মিডিয়ায়। গায়কের অনুরাগীরাও তাঁকে সমর্থন করেন। ট্রোলের বিরুদ্ধে চুপ না থেকে তিনি যে সপাটে জবাব দিয়েছেন তার জন‍্য শানের প্রশংসা করেছেন তাঁর অনুরাগীরা।

প্রসঙ্গত, সম্প্রতি কংগ্রেস নেতা নানাভাউ পাটোল হুমকি দেন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মুখ না খুললে বন্ধ করে দেওয়া হবে অমিতাভ ও অক্ষয়ের সব ছবির শুটিং। তিনি অভিযোগ করেন, এর আগে মনমোহন সিংয়ের সরকারের সময় যখন পেট্রোপণ‍্যের মূল‍্যবৃদ্ধি হয়েছিল তখন তো দিব‍্যি সরব হতে দেখা গিয়েছিল অক্ষয় অমিতাভকে।

তবে বিজেপি সরকারের সময় যখন লাগাম ছাড়া দাম পেট্রোপণ‍্যের, নাভিশ্বাস উঠছে সকলের তখন মুখে কুলুপ এঁটে রয়েছেন কেন তারকারা? উল্লেখ‍্য, এর আগেও অমিতাভ বচ্চনের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল গুরুত্বপূর্ণ বিষয়ে আশ্চর্যজনক ভাবে নীরবতা পালন করতে। কিন্তু অনেক সমালোচনা হুমকি সত্ত্বেও মুখ খোলেননি তিনি।


Niranjana Nag

সম্পর্কিত খবর