‘ঝুমে জো পাঠান’ গানের তালে কোমর দোলালেন জাদেজা ও কোহলি! ‘আমার চেয়েও ভালো’ মন্তব্য SRK-র

বাংলা হান্ট নিউজ ডেস্ক: অস্ট্রেলিয়াকে প্রথম টেস্টে খড়কুটোর মতো উড়িয়ে দিয়েছে ভারতীয় দল। ব্যাটিং এবং বোলিং দুই বিভাগেই বর্ডার গাভাস্কার ট্রফির প্রথম ম্যাচে দাঁড়াতে পারেনি অজিরা। মাত্র তিন দিনের মধ্যেই শেষ হয়ে গিয়েছে নাগপুরে আয়োজিত সেই প্রথম টেস্ট। ইনিংস এবং ১৩২ রানের বিরাট ব্যবধানে বড় জয় পেয়েছে তারা। অলরাউন্ড পারফরম্যান্স করে ম্যাচের সেরা হয়েছিলেন রবীন্দ্র জাদেজা।

এখানে রবীন্দ্র জাদেজা এখন আরেকটি বিশেষ কারণে ভাইরাল হয়েছেন সোশ্যাল মিডিয়ায়। তিনি এবং বিরাট কোহলি ম্যাচ চলাকালীন এমন একটি কাণ্ড করেছেন যে ঘটনার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তাদের এই কান্ডটি এতটাই আকর্ষক ছিল যে বলিউড মহাতারকা শাহরুখ খান স্বয়ং সেই ভিডিওটি টুইট করে শেয়ার করেছেন।

ওই ভিডিওটিতে দেখা যাচ্ছে যে বিরাট কোহলি এবং রবীন্দ্র জাদেজা গত মাসে রিলিজ হওয়া শাহরুখ খান অভিনীত সিনেমা পাঠানের একটি জনপ্রিয় গানে কোমর দুলিয়েছেন। ভারতীয় দলের বাকি সদস্যরা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসিমুখে কোহলি এবং যাদের যার এই নৃত্য দেখেছেন। শাহরুখ খান নিজে সেই ভিডিওটি শেয়ার করে লিখেছেন, ‘ওরা তো আমার চেয়েও ভালো নাচছে।’

রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় দল নাগপুরে ওই টেস্ট ম্যাচটি টসে হারলেও বেশ দাপট দেখি জিতেছে। প্রথমে ইনিংসে জাদেজার দুর্দান্ত বোলিংয়ে ভর করে ১৭৭ রানে অজিদের অলআউট করেছিল ভারত। এরপর রোহিতের শতরান এবং জাদেজা ও অক্ষরের অর্ধশতরানে ভর করে বিশাল লিড নিয়েছিল তারা। দ্বিতীয় ইনিংসে অশ্বিনের বোলিংয়ের সামনে ১০০ রানও তুলতে পারেনি স্টিভ স্মিথরা।

জাদেজা এবং কোহলির দুজনের টেস্টটি গিয়েছে ভিন্ন ভিন্ন রকম ভাবে। কোহলি বেশ কিছু ক্যাচ ফেলেছিলেন স্লিপে এবং দ্বিতীয় ইনিংসে মাত্র ১২ রান করে আউট হন। অপরদিকে যেন যা পাঁচ মাস পরে আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চে ফিরেই ম্যাচের সেরা হয়েছেন। দিল্লি টেস্টে ও তার কাছ থেকে এমন পারফরম‍্যান্সই চাইবেন রোহিত।

 


Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর