চাবকে পিঠের ছাল তুলে নেব! শেষমেষ রঞ্জিত মল্লিককেও কপি করতে ছাড়লোনা শাহরুখ-অ্যাটলি

বাংলা হান্ট ডেস্ক : সদ্যই মুক্তি পেয়েছে কিং খানের নতুন ছবি ‘জওয়ান’ (Jawan)। দুই হাতে লুটপুটে টাকা কামাচ্ছে এই ছবি। অনুরাগীদের প্রত্যাশা মতোই অবশেষে কিং ইজ ব্যাক। ছবিতে মোট ১১ টি অবতারে দেখা গেছে শাহরুখকে (Shah Rukh Khan)। আর এই প্রতিটা লুক-ই ছিল মারাত্মক আকর্ষণীয়। সবে মিলিয়ে, বাদশাহের বাদশাহী প্রত্যাবর্তন বোধহয় একেই বলে।

ছবিতে শাহরুখের স্টান্ট আর অ্যাকশন দৃশ্য দেখে কে বলবে যে, ইনি এখন ষাটের কোঠায় পৌঁছে গেছেন। গোটা সিনেমাজুড়ে তার ধুন্ধুমার অ্যাকশন রীতিমত ভয় ধরিয়ে দিয়েছে দক্ষিণী সুপারস্টারদেরও। যদিও অনেকের মতে, সিনেমাতে গল্প সেরকম কিছুই নেই। শুরু থেকে শেষ গোটাটা জুড়েই কেবল শাহরুখ।

   

বিশেষ করে ছবির ইন্টারভালের ঠিক আগে অ্যাটলি যে এইভাবে চমকে দেবে তা ছিল কল্পনাতীত। ছবি মুক্তির পর থেকেই বক্স অফিসে ঝোড়ো ইনিংস খেলেছেন শাহরুখ। মুক্তির দ্বিতীয় দিনেই বিশ্ব জুড়ে ছবিটির মোট সংগ্রহ ২০০ কোটি বলেই অনুমান। সপ্তাহান্তে ‘জওয়ান’ যে নতুন রেকর্ড গড়বে সে কথা বলাই বাহুল্য।

আরও পড়ুন : অন্তঃসত্ত্বা অবস্থায় পার্টি, চলল দেদার খানাপিনা! শুভশ্রীর ভাইরাল ভিডিও দেখে ক্ষুব্ধ নেটিজনরা

সবে মিলিয়ে শাহরুখ যখন নোট বৃষ্টিতে ভিজছে তারমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সিনেমার একটি দৃশ্য। যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে বাঙালি দর্শকদের মধ্যে। দৃশ্যটি মূলত একটি অ্যাকশন সিন। যেখানে দেখা যাচ্ছে, কিং খান তার কোমর থেকে বেল্ট খুলে কালীর গুন্ডাদের শায়েস্তা করছেন। আর এই দৃশ্য ফিরিয়ে এনেছে ‘শত্রু’ সিনেমায় রঞ্জিত মল্লিকের (Ranjit Mallick) স্মৃতি।

আরও পড়ুন : সোনার দামে শাড়ি বিকোচ্ছেন সুদীপা, ১ লাখি ঢাকাই দেখে কটাক্ষের ঝড় নেটপাড়ায়

179

যারা পুরানো সিনেমার শৌখিন তাদের নিশ্চয়ই শুভঙ্কর স্যানালের কথা মনে আছে। এই চরিত্রে অভিনয় করেছিলেন রঞ্জিত মল্লিক। এই চরিত্রের কারণে অনেকেই বাংলা সিনেমার ‘বেল্ট ম্যান’ বলে থাকেন অভিনেতাকে। ‘জওয়ান’ সিনেমাতে রঞ্জিত মল্লিকের স্টাইলে মারধর করতে দেখে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বেশকিছু মিম। নেটিজনরা মজা করে বলছেন, শেষমেষ রঞ্জিত মল্লিককেও কপি করতে ছাড়লোনা শাহরুখ-অ্যাটলি।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর