জওয়ান দেখে সিনেমা হল থেকে বেরিয়েই কান্না শুরু! আচমকাই কী হল শাহরুখ ভক্তের? ভাইরাল ভিডিও

বাংলা হান্ট ডেস্ক : বছরের শুরুতে ‘পাঠান’ (Pathan) মুক্তির আগে যে উন্মাদনা পরিলক্ষিত হয়েছিল আজ সাত মাস পর সেই একই উন্মাদনা দেশ জুড়ে। দেশ জুড়ে অনুরাগীদের শাহরুখ-যাপনে কোনও ভাটা পড়েনি। উত্তর থেকে দক্ষিণ, মাল্টিপ্লেক্স থেকে শুরু করে সিঙ্গল স্ক্রিনে কেবলই ‘জওয়ান’র (Jawan) চর্চা। দিকে দিকে শ্লোগান উঠেছে ‘আই লাভ ইউ শাহরুখ’ (Shah Rukh Khan)।

বৃহস্পতিবার ৭ সেপ্টেম্বর তিলোত্তমা নগরীতে ভোর পাঁচটায় ‘জওয়ান’-এর প্রথম শো হাউসফুল। বেলা বাড়ার সাথে সাথে পাল্লা দিয়ে বেড়েছে অনুরাগীদের ভিড়। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া ছেয়ে গেছে ‘জওয়ান’র রিভিউ-তে। ভিডিও থেকে শুরু করে নানা ধরণের পোস্টে ভরে উঠেছে সমাজ মাধ্যমের পাতা। এরকমই এক শাহরুখ ভক্তের ভিডিও ভাইরাল হচ্ছে নেট মাধ্যমে।

ভাইরাল এই ভিডিওতে দেখা যাচ্ছে, শাহরুখের প্রত্যাবর্তন নিয়ে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েছে একটি ছেলে। সে এতটাই ইমোশনাল হয়ে পড়ে যে, কিং খানকে নিয়ে বলতে গিয়ে কেঁদেই ফেলে। অ্যাঙ্কর ছেলেটিকে জিজ্ঞেস করেন, ‘ভোর ছয়টায় এত শক্তি কোথা থেকে পান?’ জবাবে তিনি যা বললেন তাতে চোখ ভিজেছে শাহরুখ ভক্তদের।

আরও পড়ুন : করিশ্মা কাপুরের কো স্টার থেকে মিমির বোনঝি, ১১-তেই পর্দা কাঁপানো অয়ন্যার সফর জানেন?

একইরকম শাহরুখের ছবি দেওয়া টি শার্ট পরে একটি মেয়ে বলে ওঠে, ‘শাহরুখ খান শুধু একজন অভিনেতা নন, একজন আবেগ।’ পাঠান এবং জওয়ানের কোনটা বেশি ভালো জিজ্ঞেস করলে, এক অনুরাগীর স্পষ্ট উত্তর, ‘‘তুলনা করে লাভ নেই। মা-বাবার মধ্যে যেমন তুলনা চলে না। তেমনই এই দুটো ছবি নিয়ে তুলনায় যেতে চাই না।’’

 

জানিয়ে রাখি যে অগ্রিম বুকিংয়ের কথা বললে, ছবিটি মুক্তির আগেই রেকর্ড ভেঙেছে। ৬ সেপ্টেম্বর রাত ১২টা নাগাদ ছবিটির ৫ লাখ ৫৭ হাজার টিকিট বিক্রি হয়েছে। আর এই পরিসংখ্যান নিয়ে আগের ছবি পাঠানকে পিছনে ফেলে দিয়েছেন জওয়ান। অগ্রিম বুকিংয়ের নিরিখে এটি বলিউডের সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র হয়ে উঠেছে। উল্লেখ্য, জওয়ানে শাহরুখ খানের সঙ্গে দেখা যাবে নয়নতারা, বিজয় সেতুপতি, দীপিকা পাড়ুকোন, প্রিয়মনি, সান্যা মালহোত্রা, সুনীল গ্রোভার, যোগী বাবু এবং রিধি ডোগরার মতো অভিনেতাদের। ছবিটি পরিচালনা করেছেন অটলি কুমার।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর