“শাহরুখের পছন্দ আমার গায়ের সুগন্ধ”, বিষ্ফোরক রবীনা

বাংলাহান্ট ডেস্ক:  কিং খানের প্রিয় গন্ধ কী জানেন? কোনও ফুল বা সুগন্ধী নয়, বরং শাহরুখের পছন্দ একেবারেই ভিন্নধর্মী। তাঁর পছন্দ রবীনা ট্যান্ডনের গায়ের সুগন্ধ! হ্যাঁ ঠিকই পড়েছেন। সম্প্রতি এমন চাঞ্চল্যকর মন্তব্য করেছেন রবীনা নিজেই।

‘টাইমস নাও’কে দেওয়া সাক্ষাৎকারে রবীনা জানান, তাঁর সুগন্ধ নাকি শাহরুখ খানের খুব পছন্দ। অভিনেত্রীর কথায়, “যখনই আমরা একসঙ্গে থাকি, শাহরুখ আমার স্বমী অনিল(অনিল ঠাডানি)কে বলতে থাকেন,সবথেকে সুগন্ধী অভিনেত্রীকে নাকি তিনি স্ত্রী রূপে পেয়েছেন। উনি(শাহরুখ) বলেন, যখনই আমি রবীনার সঙ্গে কোনও দৃশ্যে অভিনয় করি, আমি ওর কাছে চলে যাই ও ওর সুগন্ধ উপভোগ করি।”

শাহরুখের সঙ্গে সখ্যতা নেই এমন মানুষ বিটাউনে প্রায় নেই বললেই চলে। সবার সঙ্গেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলেন বাদশা। দীর্ঘ অভিনয় জীবনে তাঁর সব নায়িকাদের সঙ্গেই বন্ধুত্ব বজায় রেখেছেন তিনি। তাই রবীনার সম্পর্কে এমন মন্তব্য বোধহয় শাহরুখকেই মানায়।

f591f0c69984ee494e2311f5fc3293c5

শাহরুখ খান ও রবীনা ট্যান্ডন একসঙ্গে দুটি ছবিতে কাজ করেছেন। তাঁদের প্রথম ছবি ‘জমানা দিওয়ানা’। ১৯৯৫ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিটি দর্শকদের মধ্যে তেমন সাড়া জাগাতে ব্যর্থ হয়। বক্সঅফিসেও মুখ থুবড়ে পড়ে এই ছবি। তারপর ২০০৪ সালে মুক্তি পায় শাহরুখ-রবীনা জুটির দ্বিতীয় ছবি ‘এ লমহে জুদাই কে’। সম্ভাব্য তারিখের বেশ কিছু পরে মুক্তি পায় এই ছবি। এই মুহূর্তে বড়পর্দার তুলনায় ছোটপর্দাতেই বেশি দেখা যায় রবীনা ট্যান্ডনকে। বেশ কিছু রিয়েলিটি শোতে বিচারকের ভূমিকায় দেখা যায় তাঁকে। সম্প্রতি ‘নাচ বলিয়ে’ নামের একটি রিয়েলিটি শোয়ের নবম সিজনের বিচারকের আসনে দেখা গিয়েছিল রবীনাকে। অপরদিকে বক্সঅফিসে ‘জিরো’র ভরাডুবির পর নতুন কোনও ছবি নিয়ে মুখ খুলতে শোনা যায়নি শাহরুখ খানকে। যদিও নিজের প্রযোজনা সংস্থার মাধ্যমে বেশ কিছু ছবি তিনি প্রযোজনা করেছেন কিন্তু স্বমহিমায় ফের কবে তাঁকে রূপোলি পর্দায় দেখা যাবে সেই বিষয়ে এখনও মুখে কুলুপ এঁটেই রয়েছেন বাদশা।

Niranjana Nag

সম্পর্কিত খবর