‘মন তো বলছে মেসি….’, শাহরুখ খান জানালেন রবিবার কাতার বিশ্বকাপ ফাইনালে সমর্থন করছেন কাকে

Published On:

বাংলা হান্ট নিউজ ডেস্ক: বিশ্বকাপ ফাইনালে কাকে সমর্থন করছেন? আর্জেন্টিনা এবং ফ্রান্সের ভক্তদের মনে অবশ্য এই প্রশ্নের সমস্যা নেই। কিন্তু যারা বিশ্বকাপে অন্যান্য দলগুলিকে সমর্থন করতেন তাদের ভক্তদের এবার পক্ষ বাছতে হচ্ছে বিশ্বকাপ ফাইনালের আগে। মেসির শেষ সুযোগে তার হাতে বিশ্বকাপ নাকি মাত্র ২৩ বছর বয়সে তরুণ কিলিয়ান এমবাপ্পের হাতে দুটি বিশ্বকাপ। কোনটি দেখতে বেশি মজা হবে এই নিয়ে দ্বিধায় অনেক নিরপেক্ষ ফুটবল ভক্তরা।

এবার এমন ফুটবল ভক্তদের তালিকায় নাম লিখিয়েছেন বলিউডের সবচেয়ে বড় সুপারস্টার শাহরুখ খান। ১৮ই ডিসেম্বর রবিবার কোন দলের হাতে কাপ উঠতে দেখলে তিনি খুশি হবেন এই নিয়ে রীতিমতো দ্বিধায় বলিউডের বাদশা। ক্লাস ফুটবলে তিনি বরাবরই রিয়াল মাদ্রিদ সমর্থক কিন্তু লিওনেল মেসিকেও পছন্দ করেন। কিন্তু বিশ্বকাপ ফাইনালে কাকে সাপোর্ট করবেন সেই নিয়ে কিছুটা দ্বিধায় তিনি।

সম্প্রতি টুইটারে #AskSRK নামের একটি ইভেন্ট চলছিল যেখানে কিং খানের অনুরাগীরা তাকে নানান বিষয় নিয়ে প্রশ্ন জিজ্ঞাসা করছিলেন এবং তার পক্ষে যতগুলো সম্ভব ততগুলো প্রশ্নের উত্তর দিয়েছিলেন শাহরুখ। সেই সময়ই এক ফুটবল প্রেমিক তাকে জিজ্ঞাসা করে যে রবিবারের ফুটবল বিশ্বকাপ ফাইনালে তিনি কাকে সমর্থন করছেন।

সেই ভক্তটি যখন জিজ্ঞাসা করেন যে আপনি বিশ্বকাপ ফাইনালে কাকে সমর্থন করছেন তখন জবাব দিতে গিয়ে দোনামনা করতে দেখা যায় তাকে। তিনি বলেন, “আরে ইয়ার, মন বলছে মেসি, তাই না? কিন্তু এমবাপ্পের খেলা দেখেও চোখ আরাম পায়।”

ফ্রান্স এবং আর্জেন্টিনা দুই পক্ষই এখনও অবধি বিশ্বকাপের ইতিহাসে দুবার খেতাব নিজেদের নামে করতে পেরেছেন। ১৯৭৮ ও ১৯৮৬ বিশ্বকাপে খেতাব ঘরে তুলেছিল লাতিন আমেরিকার দেশটি। এর অনেক পরে ১৯৯৮ ও ২০১৮ বিশ্বকাপে খেতাব জয় করে ফ্রান্স। রবিবার ফাইনালে যেই দেশ জিতবে তারা অপরকে পেছনে ফেলে সর্বোচ্চ বিশ্বকাপ জয়ের তালিকায় কিছুটা এগিয়ে যাবে।

সম্পর্কিত খবর

X