শুধু ছেলেই নয়, বাবাও গিয়েছিলেন জেলে! নায়িকার সঙ্গে রাত কাটাতে গিয়ে একরাত হাজত বাস করেছিলেন শাহরুখ খান

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ গত ২ বছর ধরে দেখা যায়নি তাঁকে বড় পর্দায়। অধীর আগ্রহে শাহরুখ খানকে (Shah rukh khan) সিল্ভার স্ক্রীনে দেখার জন্য অপেক্ষা করছে তাঁর অনুগামীরা। কিন্তু নতুন লুকে ধরা দেবার আগেই, ছেলে আরিয়ানকে নিয়ে চরম সংকটের মধ্যে দিন কাটছে বলিউড বাদশা খানের ।

দুর্গা পুজোর আগে থেকেই পুলিশি হেফাজতে রাত কাটাতে শুরু করেন আরিয়ান খান। আরব সাগরের তীরে বিলাসতরণী কর্ডেলিয়া এমপ্রেস শিপে (Cordelia Empress Ship) আয়োজিত ‘রেভ পার্টি’তে মাদককাণ্ডে এনসিবির তদন্তকারী অফিসারদের হাতে গ্রেফতার হয় কিং খানের বড় ছেলে।

অনেক বার জামিনের আবেদন করলেও, তা খারিজ করে দেয় আদালত। এখনও জেল হাজতেই রয়েছেন আরিয়ান। পাচ্ছেন না বাড়ির খাবারও। দিন রাত ছেলের চিন্তায় এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছেন বাদশা।

বর্তমানে ছেলে আরিয়ান জেলে রাত কাটালেও, একটা সময় একরাত জেলেই কাটাতে হয়েছিল শাহরুখ খানকে। কিন্তু তাঁর পরও তাঁর ইমেজে একটুও কালি পড়েনি।

সময়টা ছিল ‘মায়া মেম সাহেব’ ছবির শুটিং-র। সেই সময় ছবির হিরোইনের সঙ্গে একটি ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে গিয়ে কিছুটা অস্বস্তিতে পড়েন কিং খান। আর তাঁর এই অস্বস্তি কাটাতে পরিচালক ছবির প্রয়োজনে শাহরুখ খানকে ওই চরিত্রে সহজাত হওয়ার জন্য নায়িকার সঙ্গে একরাত একটি হোটেলে কাটানোর পরামর্শ দেন।

বলিউড বাদশার এই খবর দাবানলের মত ছড়িয়ে পড়ে চারিদিকে। আর তাঁর জেরেই এক সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেজাজ হারিয়ে তাঁর উপর চড়াও হন কিং খান। এমনকি সন্দেহের বশে হুমকিও দেন তিনি। এরপর ওই সাংবাদিকের করা অভিযোগের ভিত্তিতে বান্দ্রা পুলিশ শাহরুখ খানকে গ্রেফতার করলেও, তাঁর ইমেজে কোন দাগ পড়েনি। পরবর্তীতে অবশ্য সেই সাংবাদিকের কাছে ক্ষমাও চেয়ে নেন শাহরুখ খান।

X