‘জওয়ান’ তো ট্রেলার, পরপর ৬ টি ছবি নিয়ে ধামাকা করতে আসছে শাহরুখ খান

বাংলা হান্ট ডেস্ক : গোটা দেশ এখন শাহরুখের (Shah Rukh Khan) ‘জওয়ান’ (Jawan) জ্বরে কাবু। মাল্টিপ্লেক্স থেকে শুরু করে সিঙ্গল স্ক্রিন, তিল ধারণের জায়গা নেই কোনও প্রেক্ষাগৃহে। ট্রেড অ্যানালিস্টরা বলছেন, হিন্দি সিনেমার ইতিহাসে সমস্ত রেকর্ড ভাঙ্গবে এই ছবি। আর তারমধ্যেই সামনে এল বড় খবর। জানা যাচ্ছে, এরপর ‘ডানকি’ সহ মোট ছয়টি সিনেমায় দেখা যাবে কিং খানকে।

1) ডানকি (Donkey) : চলতি বছরের ডিসেম্বরে মুক্তি পাবে শাহরুখ অভিনীত ডানকি। ছবিতে কিং খান ছাড়াও কিছু গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন তাপসী পান্নু, ভিকি কৌশলের মত নামি দামি তারকারা।

2) টাইগার ৩ (Tiger 3) : ৬ বছর পর আবার ফিরছে টাইগার। এবার কিন্তু সঙ্গী থাকছেন শাহরুখ খান। যশ রাজের স্পাই ইউনিভার্সের নতুন ছবি হতে চলেছে Tiger 3। মণীশ শর্মা এই ছবির পরিচালনা দায়িত্বে থাকছেন। সলমন খানের পাশে শাহরুখকেও এই ছবিতে দেখা যাবে। তবে শাহরুখ কেবল ক্যামিও চরিত্রেই দেখা যাবে।

আরও পড়ুন : সেরা তিনে নেই ‘জগদ্ধাত্রী’, বেঙ্গল টপার কে? রইল ওলট পালট করা TRP

3) হে রাম (Hey Ram) : আজ দীর্ঘ ২২ বছর আগে সিনেমাটি মুক্তি পায়। বক্স অফিসে বড় সাফল্য পায় হে রাম। ছবিতে মুখ্য চরিত্রে দেখা যায় রানি মুখার্জিকে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী শাহরুখ খানের ছবির রিমেকে তাকেই আবারো দেখা যাবে।

4) Tiger Vs Pathan: এখনো কিছু জানা যায়নি কিন্তু খবর আসছে যে, শীঘ্রই এই নিয়ে ঘোষণা হতে পারে। যশ রাজ ফিল্মস কাজ চালাচ্ছে টাইগার বনাম পাঠান নিয়ে। সলমন এবং শাহরুখকে একসাথে দেখা যাতে পারে এই ছবিতে।

আরও পড়ুন : বৈশাখীর যৌবনে…! ১৪ বছর পর রসালো প্রেমের কাহিনী শোনালেন শোভন

5) স্যালুট (Salute): বলিপাড়ায় জোর খবর যে, রাকেশ শর্মার বায়োপিক নিয়ে ছবি আসতে চলেছে। বহুদিন ধরেই এই নিয়ে একাধিক রিপোর্ট আসে, কিন্তু এবার রিপোর্ট জানাচ্ছে বায়োপিক আসবে বড় পর্দায়। রাকেশ শর্মার বায়োপিকে শাহরুখ খান অভিনয় করতে পারেন।

6) ইজহার (Izhaar) : সঞ্জয় লীলা বনসালি মানেই নতুন চমক। বাজিরাও মস্তানি, পদ্মাবত থেকে গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি-র পর এবার আসছে ইজহার। সূত্রের খবর, এই ছবিতে থাকতে পারেন শাহরুখ।

 

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর