তিন ইয়ারি কথা, তরুণ শাহরুখ-অক্ষয়-সইফের এই দুর্লভ ছবিটি দেখেছেন?

Published On:

বাংলা হান্ট ডেস্ক : মুক্তির পর থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে ‘পাঠান'(Pathaan)। দেশ তথা গোটা বিশ্ব জুড়ে ব্যাপক সাড়া ফেলেছে এই ছবি। শাহরুখ(Shahrukh Khan)-দীপিকা(Deepika Padukone)অভিনীত এই ছবি ভেঙে দিয়েছে পুরোনো সব রেকর্ড। আর এইসবের মাঝেই সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে পাঠান অর্থাৎ শাহরুখ খানের বিতর্কিত ছবি। অভিনেতার এই অভ্যেস মোটেই পছন্দ হয়নি ভক্তদের।

যদিও প্রথম থেকেই এই ছবি নিয়ে শুরু হয়েছিল নানান বিতর্ক। ‘বেশরম গান’ প্রকাশ্যে আসার পর থেকেই কটাক্ষ ধেয়ে আসে এই ছবির দিকে। দীপিকার পোশাক ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে বলেও অভিযোগ ওঠে। সোশ্যাল মিডিয়ায় উঠতে থাকে বয়কট বলিউড ট্রেন্ড। তবে সমস্ত বিতর্ককে পেছনে ফেলে রেকর্ড ব্যবসা করেছে এই ছবি। এখনও সিনেমা হলে ভিড় জমাচ্ছেন ভক্তরা।

Pathan

তবে এসবের মাঝেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল শাহরুখ খানের পুরোনো একটি ছবি। আর সেই ছবি দেখেই অবাক নেটপাড়া। মুখে সিগারেট নিয়ে ছবির পোস দিয়েছেন শাহরুখ। আর এতেই রেগে আগুন তাঁর ভক্তরা। যদিও কেবলমাত্র বলিউড বাদশা নয়। ওই একই ছবিতে দেখা যাচ্ছে আরও দুই জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমার এবং সইফ আলি খানকে।

সাদা রঙের পোশাকে ধরা দিয়েছেন তিন অভিনেতাই। সাইফ আলী খান এবং শাহরুখের চোখে কালো চশমা। তবে নেটিজেনদের নজর গিয়ে আটকেছে শাহরুখের মুখে। কারণ তিনি দাঁতে করে চেপে ধরে আছেন সিগারেট। তিন অভিনেতার এই ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসতেই তা হু হু করে ভাইরাল।

কমেন্ট বক্সে বইছে কমেন্টের বন্যা। কেউ লিখেছেন , ‘এই তিন অভিনেতা একটা সময় ব্যাকবেঞ্চার ছিলেন সে কারণেই এমন হাল’। অনেকেই হাস্যকৌতুক মন্তব্যও করেছেন। তবে অনেকেই প্রশংসা করেছেন এই তিন অভিনেতার। তিন অভিনেতার এই ছবি বর্তমানে ঘোরাফেরা করছে সোশ্যাল মিডিয়ায়।

সম্পর্কিত খবর

X