পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত শাহবাজ শরীফ! রাত্রি ৮ টায় নিতে পারেন শপথ

Published On:

বাংলা হান্ট ডেস্ক: পাকিস্তানের রাজনীতিতে তোলপাড় চলছেই। এই আবহেই সে দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শাহবাজ শরীফের নাম আজ জাতীয় পরিষদে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। অন্যদিকে, ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের সব সাংসদ পদত্যাগের ঘোষণা করেছেন। একই সঙ্গে অনুমতি ছাড়া দেশ ছাড়তে পারবেন না ইমরান খানের ঘনিষ্ঠ ছয় বন্ধুও।

মূলত, গভীর রাতেও পাকিস্তানে রাজনৈতিক নাটক চলতে থাকে। ভোট এড়াতে পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার ও ডেপুটি স্পিকার পদত্যাগ করেছেন। একই সঙ্গে বিরোধী দলের সদস্যদের পক্ষে তাঁদের স্পিকার নির্বাচন ও ভোটগ্রহণ সম্পন্ন হয়। প্রস্তাবের পক্ষে ১৭৪ টি ভোট পড়ে এবং এর ফলেই ইমরান খান সরকারের পতন ঘটে।

এদিকে, পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ছোট ভাই শাহবাজ শরীফ দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। গত শনিবার অনাস্থা প্রস্তাবের মাধ্যমে ঠিক হয় যে, অপসারিত ইমরান খানের স্থলাভিষিক্ত হবেন শাহবাজ শরীফ। এদিকে, নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের আগে, ইমরান খান জাতীয় পরিষদের সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন।

এদিকে, শাহবাজ শরীফ পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পর সংসদে ভাষণ দেন। তাঁর প্রথম ভাষণে তিনি বলেন, “পাকিস্তানের ইতিহাসে প্রথমবারের মতো অনাস্থা প্রস্তাবের কারণে সরকারের পতন হয়েছে। যদি কোনোভাবে বিদেশি ষড়যন্ত্রের ঘটনায় আমার কোনো যোগাযোগ প্রমাণিত হয়, তাহলে আমি পদত্যাগ করব।”

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর

X