ভারতের জন্য খারাপ খবর! আফ্রিদির দ্বিতীয় বিয়ের মধ্যে দিয়ে একতা ফিরলো পাকিস্তান দলে

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ২০২৩ সালে ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে চলা ওডিআই বিশ্বকাপের (2023 ODI World Cup) আগে আবারও গাঁটছড়া বাঁধলেন তারকা পাক ফাস্ট বোলার শাহীন আফ্রিদি (Shaheen Afridi)। তিনি আবারও একবার বিবাহ করেছেন প্রাক্তন পাকিস্তান অধিনায়ক শাহিদ আফ্রিদির মেয়ে আনশাকে। জমজমাট এই বিবাহ অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা যায় পাকিস্তানের অধিনায়ক বাবর আজমকেও (Babar Azam)। নিজেদের মধ্যে হওয়া ভূত-পূর্ব সমস্ত ও ঝামেলাগুলো ভুলে তারা ওইদিন একে অপরকে জড়িয়ে ধরেন তারা।

গত সপ্তাহেই একটি মারাত্মক খবর প্রকাশ্যে এসেছিল। জানা গিয়েছিল এশিয়া কাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে হারের পরে পাকিস্তান দলের ড্রেসিংরুমে বাবর এবং শাহীন আফ্রিদির মধ্যে পারফরম্যান্স নিয়ে আলোচনার সময় উত্তপ্ত কিছু বাক্য বিনিময় হয়। পরিস্থিতি এতটাই গরম হয়ে উঠেছিল যে উইকেটরক্ষক মহম্মদ রিজওয়ানকে মাঝখানে এসে দুজনকে থামাতে হয়েছিল। পাকিস্তানের সংবাদমাধ্যম এই খবর প্রচার করেছিল বেশ চিন্তিতভাবে।

afridi babar contro

তাদের প্রতিবেদনে বলা হয়েছে যে উভয়ের মধ্যে উত্তপ্ত তর্ক শুরু হয়েছিল এশিয়া কাপের সিনিয়ারদের পারফমেন্স যথেষ্ট আশা ব্যঞ্জন ছিল না সেই নিয়ে। তবে গত মঙ্গলবার সন্ধ্যায় ইনস্টাগ্রামে পাকিস্তান অধিনায়কের সঙ্গে একটি ছবি পোস্ট করে শাহীন আফ্রিদির ভবিষ্যতে পাকিস্তান দলের ওপর সেই ঝামেলার প্রভাব যে পড়বে না সেটা নিশ্চিত করে দিয়েছেন।

আরও পড়ুন: BCCI-কে অভিনব হুমকি! কেন অযোগ্যদের হাসিমুখে সুযোগ দিচ্ছেন? প্রশ্ন ভক্তদের

পরে ক্রিকেট পাকিস্তান নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শাহীনের বিয়ের অনুষ্ঠানের মধ্যে একাধিক গণ্যমান্য ব্যক্তির সাথে সাথে পাক অধিনায়ক বাবরের উপস্থিতির ছবিও শেয়ার করে। এর মধ্যে, তাদের দুজনকে একে অপরের পাশে হাসিমুখে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। ভারতে বিশ্বকাপ খেলতে আসার আগে এই ঘটনাটা পাকিস্তানের ক্রিকেটে কিছুটা স্বস্তি দেবে তা নিয়ে কোন সন্দেহ নেই।

আরও পড়ুন: মাথায় হাত বিরাট কোহলি, রোহিত শর্মাদের! বিশ্বকাপের জন্য বড় অসুবিধার ২ নিয়ম চালু ICC-র

পাকিস্তানের পেসার শাহীন আফ্রিদি এই বছরের ফেব্রুয়ারিতেই আনশাকে বিয়ে করেছিলেন, যদিও এটি একটি ব্যক্তিগত অনুষ্ঠানে হয়েছিল এবং তারকা বোলার প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি এশিয়া কাপের পরে একটি বড় করে জমকালো অনুষ্ঠান করবে। এশিয়া কাপ পাকিস্তানে একেবারেই ভালো কাটেনি। সুপার ফোরে তারা সবচেয়ে পিছিয়ে থাকা দল হিসেবে অভিযান শেষ করেছে। তবে আফ্রিদের বিয়ের এই অনুষ্ঠান ভারতের মাটিতে আসার আগে তাদের ঐক্যবদ্ধ করবে বলে মনে করছে ওয়াকীবহাল মহল।

 


Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর