বাংলাহান্ট ডেস্ক: হিন্দি টেলিভিশন জগতে খুশির খবর। বাবা হলেন ‘মহাভারত’ এর অর্জুন, অভিনেতা শাহির শেখ (shaheer sheikh)। শুক্রবার এক ফুটফুটেয়কন্যা সন্তানের জন্ম দিয়েছেন স্ত্রী রুচিকা কাপুর। এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো ঘোষনা না করলেও তারকা দম্পতির ঘনিষ্ঠ এক সূত্রের তরফে এমনি খবর জানা গিয়েছে।
সন্তান জন্মের ঘোষনা তো দূর স্ত্রীর সন্তানসম্ভবা হওয়ার খবরও প্রকাশ্যে স্বীকার করেননি শাহির। মুখ খুলতে চাননি রুচিকাও। কিন্তু খবর চেপে রাখতে পারেননি তাঁরা। জুটির ঘনিষ্ঠ বন্ধুবান্ধব এবং সোশ্যাল মিডিয়ায় ফ্যানপেজগুলির তরফে নেটদুনিয়ায় ভাইরাল হয়েছিল রুচিকার সাধের ছবি, ভিডিও। টেলিভিশনের নামী অভিনেতা অভিনেত্রীরাও যোগ দিয়েছিলেন সেই অনুষ্ঠানে।
হিন্দি টেলিপাড়ার অত্যন্ত পরিচিত মুখ শাহির শেখ। ‘সানয়া’ সিরিয়ালের হাত ধরে অভিনয় জগতে পা রেখেছিলেন তিনি। তবে ২০০৯ সালে ‘কেয়খ মস্ত হ্যায় লাইফ’ এর মাধ্যমে জনপ্রিয়তার তুঙ্গে ওঠেন তিনি। ঝাঁসি কি রানি তে নানাসাহেব এর চরিত্রেও অভিনয় করেছিলেন শাহির।
তবে সবথেকে বেশি প্রশংসিত হয়েছিলেন তিনি ‘মহাভারত’ এর অর্জুন চরিত্রে অভিনয়ের জন্য। অপরদিকে স্ত্রী রুচিকা কাপুর বালাজি প্রোডাকশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে রয়েছেন। গত বছর নভেম্বর মাসে আইনি বিয়ে সারেন এই জুটি। ইন্ডাস্ট্রির মাত্র কয়েকজন তারকাই উপস্থিত ছিলেন এই বিয়েতে।
https://www.instagram.com/p/CS522TIBDSr/?utm_medium=copy_link
এই মুহূর্তে ‘কুছ রঙ পেয়ার এ অ্যায়সে ভি’ সিরিয়ালের দ্বিতীয় সিজনে দেখা যাচ্ছে শাহিরকে। এরপর পবিত্র রিশতার দ্বিতীয় সিজনে আইকনিক মানব চরিত্রে অভিনয় করবেন তিনি। এর আগে এই চরিত্রে দেখা গিয়েছিল প্রয়াত সুশান্ত সিং রাজপুতকে। এমন একটি চরিত্রে অভিনয়ের ব্যাপারে শাহির বলেন, প্রথমে যখন এই চরিত্রের প্রস্তাব তাঁর কাছে আসে না বলে দিয়েছিলেন তিনি।
কিন্তু তারপরেই শাহিল ভাবেন সুশান্ত সব চ্যালেঞ্জই গ্রহণ করতেন। তাই তাঁর প্রতি শ্রদ্ধা রেখেই এই চরিত্রে অভিনয়ের চ্যালেঞ্জ গ্রহণ করেন তিনি। ইতিমধ্যেই অনেকে শাহিরকে মানব চরিত্রে মানবেন না বলে সুর চড়িয়েছেন। তবে পিছু হটার পাত্র নন অভিনেতা। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে জি ফাইভে দেখা যাবে এই সিরিয়াল।