করোনা আক্রান্ত হয়ে প্রয়াত শাহির শেখের বাবা, পিতৃহারা হলেন ‘মহাভারত’ এর অর্জুন

বাংলাহান্ট ডেস্ক: শেষরক্ষা হল না। প্রয়াত হলেন অভিনেতা শাহির শেখের (shaheer sheikh) বাবা শেহনওয়াজ শেখ। করোনা আক্রান্ত হয়ে পরিস্থিতি আশঙ্কাজনক হওয়ায় ভেন্টিলেশনে রাখা হয়েছিল তাঁকে। শাহির নিজের অনুরাগীদের অনুরোধ করেছিলেন, বাবার দ্রুত সুস্থতার জন‍্য প্রার্থনা করতে। কিন্তু সবই বিফলে গেল।

অভিনেতা তথা শাহিরের ঘনিষ্ঠ বন্ধু আলি গোনি সোশ‍্যাল মিডিয়ায় এই খারাপ খবরটি শেয়ার করেছেন। অভিনেতার বাবার আত্মার চিরশান্তি কামনা করে টুইট করেছেন আলি। সঙ্গে শাহিরকেও ও মন শক্ত রাখার বার্তা দিয়েছেন তিনি।

pjimage 11 8
বুধবার সোশ‍্যাল মিডিয়ায় জানিয়েছিলেন, করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তাঁর বাবা। পরিস্থিতি বেশ সঙ্কটজনক। তাই তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। নিজের ভক্তদের তিনি অনুরোধ করেছিলেন বাবার সুস্থতার জন‍্য প্রার্থনা করতে। জানা যাচ্ছে, বুধবারই প্রয়াত হন অভিনেতার বাবা। আলি গোনির টুইটে শোকবার্তার ঢল নেমেছে শাহিরের সতীর্থ ও অনুরাগীদের তরফে।

https://twitter.com/AlyGoni/status/1483870137321017345?t=nMaeJcWZh1de-PPE467I_A&s=19

প্রসঙ্গত, মাস কয়েক আগেই সুখবর এসেছে শাহিরের পরিবারে। প্রথম সন্তানের বাবা হয়েছেন তিনি। স্ত্রী রুচিকা কাপুর এক ফুটফুটে কন‍্যাসন্তানের জন্ম দিয়েছেন। মেয়ের নাম তাঁরা রেখেছেন অনয়া। অভিনেতা জানিয়েছিলেন, বাবা হওয়ার অভিজ্ঞতা এতদিন পর্যন্ত অন‍্য সব অভিজ্ঞতাকেই ছাপিয়ে গিয়েছে। এ অনুভূতি ভাষায় প্রকাশ করা সম্ভব না।

শাহির বলেন, “আমি শুনেছিলাম বাবা রা বিষয়টা প্রথমে বুঝতে পারে না। কিন্তু মেয়েকে প্রথম বার কোলে নিয়ে ওর সঙ্গে বন্ধনের অনুভূতি হচ্ছিল। এখন বুঝতে পারছি আমাদের নিয়ে বাবা মায়েরা ঠিক কেমন ভাবেন।”

963865 shaheer sheikh ruchikaa kapoor baby shower
হিন্দি টেলিপাড়ার অত‍্যন্ত পরিচিত মুখ শাহির শেখ। ‘সানয়া’ সিরিয়ালের হাত ধরে অভিনয় জগতে পা রেখেছিলেন তিনি। তবে ২০০৯ সালে ‘কেয়া মস্ত হ‍্যায় লাইফ’ এর মাধ‍্যমে জনপ্রিয়তার তুঙ্গে ওঠেন তিনি। ঝাঁসি কি রানি তে নানাসাহেব এর চরিত্রেও অভিনয় করেছিলেন শাহির।

তবে সবথেকে বেশি প্রশংসিত হয়েছিলেন তিনি ‘মহাভারত’ এর অর্জুন চরিত্রে অভিনয়ের জন‍্য। এই মুহূর্তে ‘কুছ রঙ পেয়ার এ অ্যায়সে ভি’ সিরিয়ালের দ্বিতীয় সিজনে দেখা যাচ্ছে শাহিরকে। এছাড়া পবিত্র রিশতার দ্বিতীয় সিজনে আইকনিক মানব চরিত্রেও অভিনয় করেছেন তিনি।

Niranjana Nag

সম্পর্কিত খবর