বাংলাদেশ মনে আছে? কাশ্মীর আর PM মোদীকে নিয়ে করা বিতর্কিত মন্তব্যের জন্য আফ্রিদিকে কড়া জবাব গৌতম গম্ভীরের

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ করোনার সঙ্কটের মধ্যে পাকিস্তানের (Pakistan) প্রাক্তন ক্রিকেটার শাহিদ আফ্রিদি (Shahid Afridi) কাশ্মীর নিয়ে পড়ে আছে। সোশ্যাল মিডিয়ায় আফ্রিদির একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে ওনাকে কাশ্মীর নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) উল্টোপাল্টা বলতে শোনা যাচ্ছে। উনি অভিযোগ করে বলেন যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাশ্মীরিদের উপর অত্যাচার করছে, আর এবার ওনাকে জবাব দিতে হবে। আফ্রিদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ধর্মের নামে রাজনীতি করার অভিযোগ করেছে।

ওই ভিডিও ভাইরাল হওয়ার পর বিজেপির সাংসদ গৌতম গম্ভীর (Gautam Gambhir) আফ্রিদিকে (Shahid Afridi) কড়া জবাব দেন। এর আগেও পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদি আর টিম ইন্ডিয়ার প্রাক্তন ওপেনার গৌতম গম্ভীরের দ্বন্দের খবর পাওয়া যেত।

গম্ভীর আফ্রিদিকে কড়া জবাব দিয়ে বলেন, ‘শাহিদ আফ্রিদি বলছে পাকিস্তানের ৭ লক্ষ সেনার পিছনে ২০ কোটি মানুষের সমর্থন আছে, তাও এরা ৭০ বছর ধরে কাশ্মীর নিয়ে ভিক্ষা চেয়ে আসছে।” গম্ভীর ট্যুইট করে লেখেন, ‘আফ্রিদি, ইমরান খান আর বাজওয়ার মতো জোকার পাকিস্তানের মানুষকে মুর্খ বানানোর জন্য ভারত আর প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে বিষ উগরাতে পারে। কিন্তু কেয়ামতের দিন পর্যন্ত কাশ্মীর আর ওঁদের হবে না।” গম্ভীর আফ্রিদিকে বলেন, ‘বাংলাদেশ মনে আছে?”

এর আগেও শাহিদ আফ্রিদি কাশ্মীরিদের সমর্থনে শুরু করা কাশ্মীর ওভার অনুষ্ঠানে নিজের সমর্থন দিয়েছিলেন। তবে শুরু আফ্রিদিই না, পাকিস্তানের আরও সব খেলোয়াড়রা মাঝে সাঝেই কাশ্মীর নিয়ে মন্তব্য করে শিরোনামে থাকার চেষ্টা করেন।

সম্পর্কিত খবর

X