রাহুল গান্ধীর প্রশংসা করে ভারতের সমালোচনা শাহিদ আফ্রিদির! কড়া প্রতিক্রিয়ায় দু’জনকেই বিঁধলেন অমিত মালব্য

Published on:

Published on:

Shahid Afridi criticizes India while praising Rahul Gandhi.

বাংলা হান্ট ডেস্ক: পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদি (Shahid Afridi) কংগ্রেস নেতা রাহুল গান্ধীর প্রশংসা করেছেন। শুধু তাই নয়, তিনি বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে “ধর্ম” কার্ড খেলার অভিযোগ করেছেন। এমতাবস্থায়, বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য কংগ্রেস এবং রাহুল গান্ধীকে নিশানা করেছেন।

কী জানিয়েছেন শাহিদ আফ্রিদি (Shahid Afridi):

উল্লেখ্য যে, এশিয়া কাপে টিম ইন্ডিয়ার কাছে শোচনীয় পরাজয়ের পর পুরো পাকিস্তান ক্ষুব্ধ। ১৪ সেপ্টেম্বর রাতে সম্পন্ন হওয়া ম্যাচে ভারতীয় খেলোয়াড়রা কেবল পাকিস্তানকে পরাজিতই করেনি, বরং, পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে করমর্দন করা থেকেও বিরত থাকে। তারপরেই অধিনায়ক সূর্যকুমার যাদব পহেলগাঁও সন্ত্রাসবাদী হামলায় শহিদদের প্রসঙ্গ উল্লেখ করে পাকিস্তানের বিরুদ্ধে ওই জয় ভারতের সশস্ত্র বাহিনীকে উৎসর্গ করেছেন। এই আবহেই পাকিস্তান ফের ভারতের বিরুদ্ধে বিষ উগরে দিচ্ছে। একটি ন্যাশনাল নিউজ চ্যানেলে লাইভ শো চলাকালীন শাহিদ আফ্রিদি (Shahid Afridi) বিরোধী নেতা রাহুল গান্ধীর প্রশংসা করে ভারত সরকার এবং তার তৈরি নীতিগুলির সমালোচনা করেন।

ওই ভিডিওতে আফ্রিদিকে (Shahid Afridi) বলতে শোনা যায়, “এটা খুবই নোংরা মানসিকতা। যতদিন তাদের এমন নেতা থাকবে ততদিন এটা থাকবে। ভারতের বাকি নেতারা ভালো। রাহুল গান্ধী খুবই ইতিবাচক মানসিকতার একজন মানুষ। তিনি আলোচনার মাধ্যমে সকলের সঙ্গে চলতে চান। কিন্তু দ্বিমুখী মানুষ… আরে, একটা ইজরায়েলই যথেষ্ট ছিল না যে তুমি এখানে ইজরায়েল হতে চাইছো।”

আরও পড়ুন: পাত্তা দেয়নি ICC! করমর্দন বিতর্কে নিজেদের জালেই জড়াল পাকিস্তান, এশিয়া কাপে সফর হবে শেষ?

এদিকে, এই বিষয়টির পরিপ্রেক্ষিতে বিজেপির জাতীয় মুখপাত্র শাহজাদ পুনাওয়ালা আফ্রিদির মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন যে, যারা ভারতকে ঘৃণা করে তারা রাহুল গান্ধী এবং কংগ্রেসের মধ্যে একজন মিত্র খুঁজে পেয়েছে। অপরদিকে, এই ভিডিওটি রিটুইট করে, বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্য লিখেছেন, “কট্টর হিন্দু বিদ্বেষী শাহিদ আফ্রিদি (Shahid Afridi), যিনি ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করার সুযোগ হাতছাড়া করেন না এবং কাশ্মীরকে পাকিস্তানের সঙ্গে সংযুক্ত করার স্বপ্ন দেখেন, হঠাৎ তিনি রাহুল গান্ধীর প্রশংসা করছেন।”

আরও পড়ুন: ফের বড় সিদ্ধান্ত! এশিয়া কাপ জিতলে মহসিন নকভির কাছ থেকে ট্রফি নেবে না টিম ইন্ডিয়া: রিপোর্ট

তিনি আরও জানান, “আফ্রিদি (Shahid Afridi) বলেছেন রাহুল পাকিস্তানের সঙ্গে ‘আলোচনা’ চান এবং একইসঙ্গে গাজায় ইজরায়েলের কর্মকাণ্ডের সঙ্গে পাকিস্তানের প্রতি ভারতের নীতির তুলনা করে প্রধানমন্ত্রী মোদীকে আক্রমণ করেন। কেন প্রতিটি ভারত-বিদ্বেষী রাহুল গান্ধীর মধ্যে একজন বন্ধু খুঁজে পায়? যখন ভারতের শত্রুরা আপনাকে স্বাগত জানাতে শুরু করবে ভারতের মানুষ জানতে পারবে কার প্রতি আপনার আনুগত্য রয়েছে।”