আফ্রিদিকে গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করলো PCB! বোর্ডকে ধন্যবাদ জানালেন প্রাক্তন পাক ক্যাপ্টেন

বাংলা হান্ট নিউজ ডেস্ক: সাম্প্রতিক সময়ে ঘরের মাটিতে পাকিস্তানের হতশ্রী পারফরম্যান্সের পর সেই দেশের ক্রিকেটে চলছে পালাবদল। ৩ দিন আগেই রামিজ রাজাকে পাকিস্তানের চেয়ারম্যানের পদ থেকে ছেঁটে ফেলা হয়েছে। তার জায়গায় অন্তর্বর্তীকালীন চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন নাজম শেঠি। এরপর পিসিবি তাদের পুরোনো নির্বাচন প্যানেল ভেঙে দিয়ে আপাতত কাজ চালিয়ে নেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন একটি নতুন প্যানেল গঠিত হয়েছে

এবার এই অন্তর্বর্তীকালীন প্যানেলের প্রধান নির্বাচক হয়েছেন প্রাক্তন পাক অধিনায়ক ও অল-রাউন্ডার শাহিদ আফ্রিদি। তিনি এই প্যানেলে পাশে পেয়েছেন তার এক পুরোনো সতীর্থ আব্দুর রাজ্জাককে। এছাড়া এই প্যানেলে রয়েছেন রাও ইফতেকার আনজুম।প্রধান নির্বাচক হিসেবে আফ্রিদিই সেরা পছন্দ ছিল বলে জানান পিসিবি প্রধান নাজাম শেঠি।

নাজাম আফ্রিদি প্রসঙ্গে বলেছেন, “শাহিদ আফ্রিদি একজন আগ্রাসী খেলোয়াড় ছিলেন। সে তার পুরো কেরিয়ারে সাহসী ক্রিকেট খেলে গিয়েছে। সব ফরম্যাটে সফলতা পাওয়ার অভিজ্ঞতা আছে তার। আফ্রিদি সবসময় তরুণ ক্রিকেটারদের এগিয়ে যাওয়ার পথ দেখায়। তাই আমাদের মনে হয়েছে যে আধুনিক ক্রিকেটের সফল হওয়ার জন্য কি প্রয়োজন সেটা ও ভালোই বুঝতে পারবে।”

afridi 4

তিনি আরও যোগ করে বলেছেন, “আমি অন্তর্বর্তীকালীন জাতীয় নির্বাচক কমিটিকে শুভেচ্ছা জানাই। তাদের যোগ্যতা আছে বলেই এই দায়িত্ব দেওয়া হয়েছে। আশা করছি নিউজিল্যান্ড বিরুদ্ধে সিরিজের আগে আমরা একটা শক্তিশালী দল পেয়ে যাবো।”

তাকে উষ্ণ অভ্যর্থনা জানানোর জন্য সকলকে ধন্যবাদ দিয়ে আফ্রিদি বলেছেন, “পাকিস্তান ক্রিকেট বোর্ডের ম্যানেজমেন্ট কমিটি আমাকে এই দায়িত্বর জন্য যোগ্য হিসাবে বিবেচিত করায় আমি নিজে অত্যন্ত সম্মানিত বোধ করছি। আমি আমার সাধ্যমতো চেষ্টা করবো এবং দেখবো যাতে এই দায়িত্ব পালনে কোনও ত্রুটি না থাকে।

Reetabrata Deb

সম্পর্কিত খবর