শাহিদ আফ্রিদির বিশ্বকাপের ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে ভবিষৎবাণী, জানিয়ে দিলেন কে জিতবে

বাংলা হান্ট ডেস্কঃ আর কয়েকদিন পরেই টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মুখোমুখি হতে চলেছে পাকিস্তান। কার্যত এই লড়াই দিয়েই ২৪ অক্টোবর থেকে নিজেদের বিশ্বকাপ যাত্রা শুরু করবে দুই দল। দুই দেশের রাজনৈতিক বিবাদের কারণে এই মুহূর্তে কোন দ্বিপাক্ষিক সিরিজে অংশগ্রহণ করে না এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী। শুধুমাত্র আইসিসি টুর্নামেন্ট গুলিতেই কার্যত দেখা হয় ভারত পাকিস্তানের। তাই এই ম্যাচ ঘিরে সমর্থকদের মধ্যে স্বাভাবিকভাবেই মারাত্মক রকম উত্তেজনা কাজ করে।

অতীতে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে গিয়ে একাধিক বড় জয় তুলে নিয়েছে ভারতীয় দল। আবার দ্বিপাক্ষিক সিরিজের নিরিখে দেখতে গেলে শেষবার ২০১২-১৩ সালে ভারত সফর করেছিল পাকিস্তান। সেবার একদিনের সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছিল তারা। যদিও আইসিসি টুর্নামেন্ট ভারতের বিরুদ্ধে পাকিস্তানের রেকর্ড অত্যন্ত খারাপ। ২০০৩ সালে একদিনের বিশ্বকাপ ম্যাচ, ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল, ২০১১ সালের বিশ্বকাপ ম্যাচ, ২০১৩ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি লিগ ম্যাচ সমস্তই জিতে নিয়েছে ভারত।

পাকিস্তানের দিক থেকে দেখতে হলে একমাত্র তারা জিততে পেরেছিল ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল। সেবার লিগ ম্যাচে পাকিস্তানকে নাস্তানাবুদ করলেও ফাইনালে তাদের কাছে হারতে হয়েছিল বিরাট বাহিনীকে। তবে এবারও টি-টোয়েন্টি বিশ্বকাপে পাল্লা অনেকটাই ভারী ভারতের। এ নিয়ে ইতিমধ্যেই বয়ান দিতে শুরু করেছেন একাধিক প্রাক্তন ভারতীয় এবং পাকিস্তানি খেলোয়াড়রা। কার্যত প্রায় সকলেই মেনে নিয়েছেন ভারতের পাল্লা ভারী থাকবে এই ম্যাচে। যদিও আব্দুল রাজ্জাকের মত অনেকেই মনে করেন, পাকিস্তান যদি তাড়াতাড়ি বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে ফেরাতে পারে তাহলে জয় তুলে নেওয়া কোন ব্যাপার হবে না তাদের পক্ষে।

afridi 4

এবার এই প্রসঙ্গে নিজের মতামত রাখলেন শাহিদ আফ্রিদি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “ভারত এবং পাকিস্তানের মধ্যে সবসময়ই হাইভোল্টেজ ম্যাচ হয়ে থাকে। এমন পরিস্থিতিতে যে দল নিজেদের ভালোভাবে ম্যানেজ করতে পারবে তাদেরই বিজয়ী হবার সুযোগ বেশি। দেখুন, ভারত এবং পাকিস্তানের বিরুদ্ধে খেলায় প্রচণ্ড চাপ থাকে। যে দল সেই চাপকে ভালোভাবে সহ্য করতে পারবে এবং ম্যাচে কম ভুল করবে। তাদেরই বিজয়ী হবার সম্ভাবনা বেশি।”

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর