শাহীনের চিকিৎসার খরচ দেয়নি PCB! ক্ষোভ উগড়ে দিলেন শাহিদ আফ্রিদি এবং ওয়াসিম আক্রম

বাংলা হান্ট নিউজ ডেস্ক: সম্প্রতি টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নিজেদের ১৫ জনের স্কোয়াড ঘোষণা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সেই দলে ফিরেছেন তারকা বাঁহাতি পেসার শাহীন আফ্রিদি। চোটের জন্য গত এশিয়া কাপে মাঠে নামতে পারেননি তিনি। তাকে ছাড়াই অবশ্য ফাইনালে পৌঁছেছিল পাকিস্তান, কিন্তু ট্রফি ঘরে তুলতে পারেননি বাবর আজমরা। অনেকেই মনে করছেন যে সেদিন ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে যদি শাহীন শাহ আফ্রিদি উপস্থিত থাকতেন, তাহলে পাকিস্তানকে হারতে হতো না।

হাঁটুর চোটের কারণে দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে রয়েছেন শাহীন আফ্রিদি। এই নিয়ে একটি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় বিস্ফোরক দাবি করেছেন শাহিদ আফ্রিদি। তিনি জানিয়েছিলেন যে শাহীন তার নিজের টাকা খরচ করে লন্ডনে গিয়ে তার রিহ্যাবের জন্য ডাক্তার ঠিক করেছিলেন। সিনিয়র আফ্রিদি অভিযোগ করেছেন যে পাকিস্তান ক্রিকেট বোর্ড অর্থাৎ পিসিবি বাঁ-হাতি পেসারের চোটের জন্য তাদের পক্ষ থেকে কিছুই করেননি। এই কারণেই তাকে এশিয়া কাপ এবং ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে বাদ পড়তে হয়েছে।

প্রাক্তন পাক অলরাউন্ডার বলেছেন, “আমি যখন শাহীনের কথা বলি তখন জানতে পারি যে ও নিজেই ইংল্যান্ডে উড়ে গিয়েছিল। সে নিজের খরচায় টিকিট জোগাড় করেছিল। নিজের পকেট থেকে টাকা দিয়েছিল হোটেলে থাকার জন্য। আমি তার জন্য একজন ডাক্তারের সঙ্গে কথা বলি, তারপর সে ওই ডাক্তারের সাথে যোগাযোগ করেছে। পিসিবি কিছু করেনি। যা কিছু হয়েছে, সব শাহীন নিজেই করছেন।”

afridis

এখানেই না থেমে প্রাক্তন পাকিস্তান অধিনায়ক বলেছেন, “ডাক্তারদের পরামর্শ থেকে শুরু করে তার হোটেলের রুম এবং খাবারের খরচ, এসবের ব্যবস্থা করতে গিয়ে পয়সা খরচের পাশাপাশি কিছুটা হেনস্থাও হতে হয়েছে তাকে। আমি যতদূর জানি, পালিস্তানের আন্তর্জাতিক সফরের ডিরেক্টর জাকির খান পিসিবি তার সাথে কিছুটা যোগাযোগ রেখেছিল, এটুকুই যা।”

আফ্রিদির এই বক্তব্য শুনে পিসিবির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন প্রাক্তন অধিনায়ক এবং তারকা বাঁ-হাতি পেসার ওয়াসিম আক্রম। তিনি বলেছেন, “যদি শাহীন আফ্রিদির সঙ্গে সত্যিই এমন ব্যবহার হয়ে থাকে তাহলে তা অত্যন্ত লজ্জার। ও বর্তমান সময়ে আমাদের ক্রিকেটের সবচেয়ে বড় নক্ষত্রদের মধ্যে একজন। ওর সঙ্গে যদি এমন ব্যাপার হয় তাহলে সেটা একটা খুবই খারাপ বিজ্ঞাপন হবে পাকিস্তান ক্রিকেটের জন্য।”

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর