‘একবার পাকিস্তানে পা তো রাখুন, তারপর দেখবেন….’, ভারতের উদ্দেশ্যে মন্তব্য আফ্রিদির

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ এই মুহূর্তে চরমভাবে জমে উঠেছে ওডিআই বিশ্বকাপের (2023 ODI World Cup) সেমিফাইনালের যোগ্যতা অর্জনের লড়াই। প্রথম দুই ম্যাচে দুর্দান্ত জয় পাওয়ার পর বেশ কিছুটা এগিয়েছিল পাকিস্তান (Pakistan Cricket Team)। কিন্তু আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আয়োজিত ভারত বনাম পাকিস্তান (India vs Pakistan) ম্যাচ বিশ্রী ভাবে হেরে তারা বেশ কিছুটা চাপে পড়ে গিয়েছে। ভারতীয় দলের কাছে যে এভাবে হারতে হবে সেটা কেউই প্রত্যাশা করেনি। এর আগে ২০১১ সালে ভারতের মাটিতে বিশ্বকাপের মঞ্চে শাহিদ আফ্রিদির নেতৃত্বাধীন পাকিস্তান মুখোমুখি হয়েছিল ভারতীয় দলের (Indian Cricket Team) এবং সেই ম্যাচে তারা হারলেও লড়াই চলেছিল বেশ সমানে সমানে।

শুধু ভারতের কাছে হার নয়, আরো নানান কারণে সমস্যার মুখোমুখি পড়েছে পাকিস্তান। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নিজেদের চতুর্থ ম্যাচ আমার আগে দলের বেশ কিছু ক্রিকেটার জ্বরে আক্রান্ত হয়েছেন বলে শোনা যাচ্ছে। এর পাশাপাশি আহমেদাবাদে যখন ভারত বনাম পাকিস্তান ম্যাচ চলছিল তখন ভারতীয় দর্শকদের আচরণে অসন্তুষ্ট হয়েছেন পাকিস্তান ক্রিকেট দলের অনেক সদস্য। এই নিয়ে আইসিসির কাছে অভিযোগও জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

হায়দ্রাবাদের মাটিতে নামার পর রাজকীয় অভ্যর্থনা পেয়েছিলেন বাবর আজমরা। স্টেডিয়ামে যখন তারা নেদারল্যান্ডস ও শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠে নেমেছিলেন তখনও দর্শকরা তাদের সমর্থন জানিয়েছিল বলে পাকিস্তান ক্রিকেটাররা স্বীকার করেছিলেন। কিন্তু সেই অভিজ্ঞতার সম্পূর্ণ উল্টো ঘটনা ঘটে আহমেদাবাদে। এমনকি পাকিস্তানের তারকা উইকেটরক্ষক মহম্মদ রিজওয়ান আউট হয়ে ফেরার সময় তাকে জয় শ্রী রাম ধ্বনি ব্যবহার করে বিরক্ত করা হয়েছিল এমন অভিযোগও শোনা গিয়েছিল।

আরও পড়ুন: বাংলাদেশের বিরুদ্ধে একটা বড় ভুল করতে চলেছে! ভারতীয় দলে থাকবে না এই ম্যাচ উইনার

এই সময় পাকিস্তান ক্রিকেট ভক্তরা ভারতীয় ক্রিকেট ভক্তদের মানসিকতা নিয়ে অভিযুক্ত হলে এবং তাদের দেশে এলে এমনটা ঘটতো না এমন দাবি তোলে। যদিও ভারতের প্রাক্তন অনেক ক্রিকেটার এমনকি পাকিস্তানের কিছু প্রাক্তন ক্রিকেটারও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমন দাবির বিরোধিতা করেছেন। এরই মধ্যে ভাইরাল হয়েছে প্রাক্তন পাকিস্তান অধিনায়ক শাহিদ আফ্রিদির একটি ভিডিও।

আরও পড়ুন: বিশ্বকাপে পাকিস্তানের পারফরম্যান্স নিয়ে বিস্ফোরক সৌরভ! খুঁজে দিলেন বাবর আজমদের দুর্বলতা

ওই ভিডিওটি ব্যবহার করে পাকিস্তানের ক্রিকেট ভক্তরা তাদের মানসিকতা এবং ভারতের সমর্থকদের মানসিকতা মধ্যে তফাৎ বোঝাতে চেয়েছেন। ওই ভিডিওতে আফ্রিদি ভারতের ক্রিকেট দলকে পাকিস্তানের মাটিতে পা রাখার জন্য আহ্বান জানিয়েছেন এবং উল্লেখ করেছেন যে যদি বিরাট কোহলিরা পাকিস্তানে খেলতে যান, তাহলে তাদের মাথায় করে রাখা হবে। প্রসঙ্গত চলতি বছরে এশিয়া কাপ পাকিস্তানে সম্পূর্ণরূপে আয়োজিত হওয়ার কথা ছিল এবং ভারতের হিসাব মতো ওই টুর্নামেন্ট খেলতে পাকিস্তানে যাওয়ার কথা ছিল। কিন্তু ভারতীয় সরকার এবং বিসিসিআইয়ের আপত্তিতে টুর্নামেন্টের বেশিরভাগ ম্যাচ সরে এসেছিল শ্রীলঙ্কায় এবং ভারত নিজেদের সবকটি ম্যাচ সেই দেশেই খেলেছিল।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর