গাঁজা খেয়ে রয়েছেন শাহিদ! অভিনেতার ভাইরাল ভিডিও দেখে দাবি নেটিজেনের

Published On:

বাংলাহান্ট ডেস্ক: ‘কবীর সিং’ এর বক্স অফিসে তুমুল সাফল‍্যের পরেই বলিউডে নতুন করে ‘কামব‍্যাক’ করেন শাহিদ কাপুর (shahid kapoor)। ওই একটি ছবি কেরিয়ারের মোড় ঘুরিয়ে দেয় তাঁর। এরপর সফলতার সিঁড়িতেই উঠতে থাকেন শাহিদ।

অভিনয়ের পাশাপাশি সোশ‍্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় থাকেন শাহিদ। তাঁর ইনস্টা হ‍্যান্ডেলে উঁকি দিলেই বোঝা যাবে তা। শুধু নিজের ছবি বা ভিডিও (video) নয়, পরিবারের সঙ্গেও ছবি শেয়ার করতে থাকেন অভিনেতা। মাঝে মাঝেই নানা মজাদার ভিডিও শেয়ার করেন শাহিদ।

তবে এবার এই ভিডিওর জন‍্যই ট্রোলের মুখে পড়তে হয়েছে তাঁকে। শাহিদ ‘মাদকাসক্ত’ বলেও দাবি করেছেন অনেকে। আসলে সম্প্রতি তিনি একটি ছোট্ট ভিডিও শেয়ার করেছেন সোশ‍্যাল মিডিয়ায়। কয়েক মিনিটের এই ভিডিওতে নানা রকম হাস‍্যকর অভিব‍্যক্তি দিতে দেখা যাচ্ছে অভিনেতাকে। ক‍্যাপশনে তিনি লিখেছেন, ‘মুড’।

https://www.instagram.com/p/CGO33tAHpB7/?igshid=4hw79t17rbfo

ভিডিওটি নিজের ইনস্টা হ‍্যান্ডেলে পোস্ট করতেই ট্রোলের বন‍্যা বয়ে গিয়েছে। শাহিদও মাদক সেবন করেন, সেই কারনেই এমন মুখের অভিব‍্যক্তি করছেন। এমনই মন্তব‍্য করতে দেখা গিয়েছে নেটিজেনকে। একজন করন জোহরের ভাইরাল ‘ড্রাগ পার্টি’র ভিডিওর প্রসঙ্গ তুলে বলেছেন, শাহিদও সেই পার্টিতে উপস্থিত ছিলেন। সেই মাদকের নেশা এখনো কাটেনি। অনেকে বলেছেন এমন ভিডিও দিলে NCB এবার শাহিদের বাড়িতেও হানা দেবে।

 

তবে এই সব ট্রোলের কোনো উত্তর এখনো দিতে দেখা যায়নি শাহিদকে। অবশ‍্য অভিনেতাকে উদ্দেশ‍্য করে ট্রোল বা সমালোচনা এই প্রথম না। কবীর সিং ছবির পরেও তাঁর চরিত্রের জন‍্য তুমুল সমালোচনার শিকার হতে হয়েছিল শাহিদকে।

প্রসঙ্গত, সম্প্রতি জানা গিয়েছে, নেটফ্লিক্সের সঙ্গে ১০০ কোটি টাকার একটি চুক্তিতে সই করেছেন শাহিদ। সংবাদ মাধ‍্যম সূত্রে খবর, নেটফ্লিক্সের বেশ কয়েকটি প্রোজেক্টে কাজ করতে চলেছেন শাহিদ। সবকটি প্রোজেক্ট যদিও এখন চূড়ান্ত হয়নি কিন্তু ইতিমধ‍্যেই অভিনেতার সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে গিয়েছে নেটফ্লিক্স। এই চুক্তি অনুযায়ী, নেটফ্লিক্সের একাধিক প্রোজেক্টে কাজ করতে চলেছেন শাহিদ কাপুর।

X